বিজ্ঞাপন

হামলার বিচার চেয়ে শিক্ষকদের সমাবেশ

July 19, 2018 | 1:21 pm

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : ছাত্র-শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সংহতি সমাবেশ করেছেন ‘নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দের্ ব্যানারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সংহতি সমাবেশ হয়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ৭০ জন শিক্ষক অংশ নেন।

সংহতি সমাবেশ থেকে সরকার  এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্র-শিক্ষকদের ওপর হামলার বিচারসহ সাত দফা দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত ছিলেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিবকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন,  অধ্যাপক ফাহমিদুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আকমল হোসেন, ঢাবির মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসরিন ওয়াদুদ, ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আহমেদ কামাল, জাবির অধ্যাপক আনু মোহাম্মদসহ অন্যরা।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন