বিজ্ঞাপন

গুপ্তধনের খোঁজে মিরপুরে একটি বাসায় পুলিশের অভিযান

July 21, 2018 | 2:05 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: গুপ্তধন রয়েছে— এমন খবরের ভিত্তিতে রাজধানীর মিরপুরের ১০ নম্বর সেকশনের বক্ল সি’র একটি বাড়িতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২১ জুলাই) সকাল ১১টায় শুরু হয়েছে এই অভিযান।

এরই মধ্যে ওই বাড়ির নিচের ২ ফুট মাটি খনন করা হয়েছে বলে মিরপুর থানার কর্মকর্তা সারাবাংলা’কে নিশ্চিত করেছেন।

জানা গেছে, মিরপুরের ১০ নম্বর সেকশনের বক্ল সি’র ১৬ নম্বর সড়কের ওই বাড়ির মালিক মনিরুল আলম গত ১৪ জুলাই মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিজ্ঞাপন

জিডিতে বাড়ির মালিক মনিরুল আলম জানান, তার বাসার নিচে গুপ্তধন রয়েছে বলে এলাকাবাসী গুঞ্জন ছড়াচ্ছে। এই গুঞ্জনে প্রতিদিনই আশপাশের মানুষ তার বাসার সমানে ভিড় জমাচ্ছে। এই ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।

বিজ্ঞাপন

মিরপুর থানা জানিয়েছে, জিডির পর থানা কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। বাড়িটিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও সিটি করপোরেশনের কর্মীদের নিয়ে রহস্য উদঘাটনে কাজ চলছে।

সারাবাংলা/জেআইএল/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন