বিজ্ঞাপন

ক্লোসার রেকর্ড ভাঙবেন এমবাপে!

July 23, 2018 | 10:28 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপে দারুণ চমক দেখিয়েছেন ফ্রান্স ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। এবারে আসরে দুর্দান্ত খেলেই নজর কেড়েছেন সমর্থকদের। বিশ্বকাপে এবার চার গোল করেছেন পিএসজির এই তারকা। তার এমনে কীর্তির পর এবার জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা মনে করছেন, বিশ্বকাপে তার রেকর্ড ছাড়িয়ে গোলের নতুন রেকর্ড গড়বেন এমবাপে।

রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত খেলে ৪ গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড। এর মধ্যে ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে করেছেন ১টি গোল। এবারের আসরে দলের শিরোপা জয়ে দারুণ কীর্তি রাখায় পেয়েছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও।

বিজ্ঞাপন

২০০২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জার্মানি জাতীয় দলের হয়ে খেলেছেন কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ১৬টি গোল করার কীর্তি আছে এই জার্মান কিংবদন্তির। এবার রাশিয়া বিশ্বকাপে এমবাপের দুর্দান্ত পারফরম্যান্সের পর ক্লোসা মনে করছেন, বিশ্বকাপে তার করা সর্বাধিক গোলের রেকর্ড ভাঙবে ফরাসি ফরোয়ার্ড, ‘এমবাপের বয়সের কথা চিন্তা করলে দেখা যাবে, সে আরও চারটি বিশ্বকাপ খেলতে পারবে। আমার মনে হয়, সে আমার রেকর্ড স্পর্শ করবে, কিংবা ছাড়িয়ে যাবে। অবশ্য এজন্য তাকে এখনকার মতো প্রতিযোগিতা করে যেতে হবে।’

ক্লোসা মনে করছেন পরবর্তী ব্যালন ডি’অর জিততে পারবেন এমবাপে। তবে এজন্য যে গ্রিজম্যান, লুকা মদ্রিচ আর ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকার সঙ্গে প্রতিযোগিতা করে যেতে হবে, সেটাই মনে করিয়ে দিলেন জার্মান কিংবদন্তি, ‘যৌক্তিকভাবে, এমবাপে হতে পারে সেরা প্রতিযোগিদের একজন (ব্যালন ডি’অর)। এজন্য তাকে লড়তে হবে ফ্রান্স তারকা গ্রিজম্যান, বিশ্বকাপের সেরা খেলোয়াড় মদ্রিচ ও চ্যাম্পিয়নসলিগ জয়ী তারকা রোনালদোর মতো ফুটবলারদের সঙ্গে। এখন থেকে অক্টোবরের মধ্যে অনেক কিছুই হতে পারে।’

১৯ বছর বয়সেই বিশ্বকাপ জিতে নিয়েছেন এমবাপে। জাতীয় দল আর ক্লাবের হয়ে তার দৌড়ের কাছে অনেকেই পিছিয়ে পড়ছেন। পুরো ক্যারিয়ারেই তিনি এমন ঝড় তুলবেন বলেই মনে করেন বিশ্বকাপজয়ী ক্লোসা। তবে, ফরাসি ক্লাব পিএসজির জার্সিতে এমবাপেকে কতদিন দেখা যাবে, সেটা বিষয়ে অবশ্য তেমন কিছুই বলেননি ক্লোসা, ‘পিএসজির হয়ে সে কতদিন খেলবে, সেটা বলা আসলেই কঠিন। তবে, ক্লাব কিংবা দেশের হয়ে শিরোপা জেতার ক্ষেত্রে তার আগ্রহ দেখে অনেকেই ঈর্ষা করতে পারে।’

বিজ্ঞাপন

এবারের আসরের ফাইনালে গোল করে কিংবদন্তি পেলের পাশে নাম লিখিয়েছেন এমবাপে। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপের ফাইনালে গোল করেন পেলে। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় তরুণ হিসেবে ১৯ বছর বয়সে গোল করে পেলের পাশে নাম লিখিয়েছেন এই তরুণ ফুটবলার। ১৯ বছর বয়সেই পেলের রেকর্ড ছুঁয়েছেন। তবে, ক্লোসার করা সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে বেশ সময় পাচ্ছেন ফরাসি এই তরুণ।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন