বিজ্ঞাপন

‘বাংলাদেশ ব্যাংকের ভল্টে দূষিত স্বর্ণ মাত্র ৩ কেজি’

July 24, 2018 | 6:27 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ভল্টে স্বর্ণে হেরফের হওয়ার ঘটনা প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের স্বর্ণে কোনো সমস্যা নেই। ৯৬৩ কেজি স্বর্ণের মধ্যে মাত্র ৩ কেজি স্বর্ণ দূষিত।’

গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিপিইডিসি) শীর্ষক এক কর্মশালায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান অর্থমন্ত্রী। রোববার (২২ জুলাই) তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর অর্থমন্ত্রী এ কথা বলেন।

এদিন মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন অর্থমন্ত্রী। মতিবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

ডিসিদের দাবি-দাওয়া বিষয়ে তিনি বলেন, ‘তাদের বাড়ি-ঘর (সরকারি বাসভবন) ভেঙে যাচ্ছে। আমরা এগুলো ঠিকঠাক করে দেব।’

জেলা পর্যায়ে কর আদায় বিষয়ে মন্ত্রী বলেন, ‘কর আদায় আগের থেকে অনেক বেড়েছে।’

বাজেট বাস্তবায়ন বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘গত অর্থবছরে বাজেট বাস্তবায়নের হার ৮০-৯০ শতাংশ হয়েছে। আগে এটি ৯৩ শতাংশ হয়েছিল। উন্নয়ন প্রকল্পের পরিচালকরা ১ম জুলাই থেকে টাকা খরচ করতে পারবে। উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ১ জুলাই থেকে ছাড় দেওয়া হবে।’

বিজ্ঞাপন

‘আমাদের রিসোর্সের অভাব হয় না। আমরা ২০০০ বিলিয়ন ডলারের কমিটমেন্ট পাই। এখন ৫০০০ হাজার ডলারের কমিটমেন্ট পাচ্ছি’ বলেন অর্থমন্ত্রী।

জেলা প্রশাসকদের মতবিনিময় সভায় জামালপুরের জেলা প্রশাসক প্রস্তাব দেন সরকারি কর্মকর্তাদের বেতন ডিজিটাল পদ্ধতিতে যেন দেওয়া। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ‘বেতন গ্রহণের সময় ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প দরকার হয়। এ কারণে বিষয়টি সম্পূর্ণভাবে ডিজিটাল করা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি জেলায় ট্রেজারি ভবন স্থাপন করা হবে। ট্রেজারি ভবনগুলো শীতাতপ নিয়ন্ত্রিত হবে। ট্রেজারি ভবনগুলোয় সোনালী ব্যাংকের এটিএম বুথ স্থাপন করা হবে। জেলা পর্যায়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ স্থাপন ও ‍কৃষিবীমা চালু করার বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। জেলা পর্যায়ে ভিক্ষুকমুক্ত প্রকল্পকে আরও বেগবান করতে হবে।’

মঙ্গলবার প্রথম পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসকরা। এরপর দ্বিতীয় পর্বে অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠক করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএ/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন