বিজ্ঞাপন

অনেক চাহিদা আছে, প্রতিফলনও আছে: পানিসম্পদমন্ত্রী

July 25, 2018 | 12:22 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: সমস্যা গোটা বাংলাদেশ জুড়েই। অনেকের আনেক রকম চাহিদা আছে, প্রতিফলনও আছে। তবে, সমস্যা সমাধানের জন্য প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা জরুরী। সেই সঙ্গে জনবল বাড়ানো না হলে এসব সমস্যা থেকেই যাবে বলে মনে করেন পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

বুধবার (২৫ জুলাই) সচিবালয়ে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আমরা এখন শতকরা ৭ থেকে ৮ ভাগ প্রবদ্ধির দিকে যাচ্ছি। এখন আমাদের আগের মত অভাব নেই। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে।’

বিজ্ঞাপন

এদিকে, ডিসি সম্মেলনের এক সূত্রে জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ত পানি দূর করার পদক্ষেপ নিতে মন্ত্রীকে সুপারিশ করেছেন ডিসিরা।

জানা গেছে, ফেঞ্চুগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদী দিয়ে এরই মধ্যে কয়েকটি গ্রাম বিলীন হয়ে গেছে। পটুয়াখালী জেলার বেঁরিবাধ ভেঙ্গে গেছে। এসব সমস্যার সমাধানের জন্য মন্ত্রীকে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছেন ডিসিরা।

সারাবাংলা/এএইচএইচ/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন