বিজ্ঞাপন

সেই ডি ভিলিয়ার্সই আবার অধিনায়ক

December 26, 2017 | 3:47 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

কাল নিজেই বলেছিলেন, বক্সিং ডে টেস্টে তাঁর খেলার সম্ভাবনা ৬০-৪০। আজ সেই সম্ভাবনা শুন্যই হয়ে গেল, ম্যাচ শুরুর আগেই নিশ্চিত হওয়া গেছে, জিম্বাবুয়ের সঙ্গে টেস্টে খেলছেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। তাঁর জায়গায় অধিনায়কত্ব করবেন প্রায় দুই বছর টেস্ট ক্রিকেটের বাইরে থাকা এবি ডি ভিলিয়ার্স।

বাংলাদেশের সঙ্গে সিরিজে চোট পেয়েছিলেন কাঁধে। এরপর সেই চোট খেলতে দেয়নি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টেও। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন, জিম্বাবুয়ের সঙ্গে চার দিনের দিবারাত্রির টেস্টের দলেও ছিলেন। কিন্তু এর মধ্যেই আবার ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হলেন। সেটিই তাঁকে ছিটকে দিল এই টেস্ট থেকে। সেজন্যই প্রায় দুই বছর পর আবার অধিনায়কত্ব পাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। হাশিম আমলা সরে দাঁড়ানোর পর গত বছর পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব পেলেও চোটের জন্য লম্বা সময় টেস্ট খেলতে পারেননি। সেই দায়িত্ব পরে পাকাপাকিভাবে এসে পড়ে ডু প্লেসির ওপর। কাকতালীয়ভাবে সেটি আবার বুঝে পাচ্ছেন ডি ভিলিয়ার্স। তবে ৫ জানুয়ারি থেকে ভারতের সঙ্গে প্রথম টেস্টেই ফেরার কথা ডু প্লেসির। সেক্ষেত্রে ডি ভিলিয়ার্সের অধিনায়কত্বের মেয়াদ আপাতত এক টেস্টের জন্য।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন