বিজ্ঞাপন

দুর্নীতি বন্ধে সামাজিক আন্দোলন গড়ুন, ডিসিদের দুদক চেয়ারম্যান

July 26, 2018 | 4:45 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: দুর্নীতি বন্ধ করতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, ‘দুর্নীতি বন্ধ করতে হলে সামাজিক আন্দোলনের দরকার। সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণসহ এ বিষয়ে সচেতন করে তোলা প্রয়োজন। ডিসিদের আমরা বলেছি, আপনারা এ বিষয়ে পদক্ষেপ নিন।’

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে ‘জেলা প্রশাসক সম্মেলন ২০১৮’-এর এক অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর দুদক চেয়ারম্যান সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সচিবালয়ে বৈঠকের পর দুদক চেয়ারম্যানের কাছে সাংবাদিকরা জানতে চান, ডিসিদের কী নির্দেশ দেওয়া হয়েছে বা ডিসিরা দুদকের কাছে কোনো পরামর্শ চেয়েছেন কিনা। এ প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা ডিসিদের কোনো নির্দেশ দিইনি। আমরা বলেছি, দুর্নীতির কোনো খবর পেলে আমাদের জানাবেন।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘ডিসিরা বলেছেন, বেনামী দরখাস্ত আসায় অনেক মামলার তদন্ত তারা করতে পারেন না। আমরা বলেছি, দরখাস্তের ভেতরে যদি তথ্য-উপাত্ত থাকে, তা যাচাই-বাছাই করে যেন ডিসিরা তদন্ত শুরু করেন।’

বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা গায়েবের ঘটনা নিয়ে জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, ‘এ বিষয়ে একটি মামলা এসেছে আমাদের কাছে। মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ডিসি সম্মেলন ২০১৮-এর শেষ দিন ছিল আজ। মঙ্গলবার (২৪ জুলাই) শুরু হওয়া এই সম্মেলনে ডিসিদের পাঠানো মোট ৩৪৭টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সম্মেলনের আওতায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকসহ মোট ২২টি অধিবেশনে অংশ নেন ডিসিরা।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন