বিজ্ঞাপন

বাড্ডা ইউলুপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

July 28, 2018 | 5:16 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৮ জুলাই) বিকেলে হাতিরঝিল সমন্বিত প্রকল্পের বাড্ডা নর্থ ইউলুপ উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই জনসাধারণের চলাচলের জন্য ইউলুপটি খুলে দেওয়ার কথা রয়েছে।

২০১৫ সালের জুনের দিকে শুরু হয় বাড্ডা ইউলুপের কাজ। পরে মেয়াদ বাড়িয়ে ২০১৮ সালে এসে ৪৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের ইউলুপের কাজ শেষ হয়।

বিজ্ঞাপন

রাজধানীর যানজটের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট রামপুরা-নতুনবাজার সড়ক এলাকা।

যানজট কমাতে ওই সড়কের মেরুল এলাকায় তৈরি করা হয়েছে বাড্ডা ইউলুপ। ইউলুপটি ব্যবহার করে হাতিরঝিল থেকে বের হয়ে সহজেই রামপুরা-বনশ্রী-মালিবাগের দিকে যাওয়া যাবে। একইভাবে এসব এলাকা থেকে যেকোনো যানবাহন নির্বিঘ্নে হাতিরঝিল দিয়ে কাওরান বাজার বা মগবাজারের দিকে যেতে পারবে।

দীর্ঘ অপেক্ষার পর নির্মাণ কাজ শেষ হওয়া ইউলুপটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো।

বিজ্ঞাপন

হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ও তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় নির্মিত করা হয়েছে বাড্ডা ইউলুপ। যার দৈর্ঘ্য ২১৫ মিটার আর প্রস্থ ৮-১২ মিটার।

ইউলুপ নির্মাণে সর্বমোট ব্যয় হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। শুরুতে এর নির্মাণ ব্যয় ৪০ কোটি টাকা ধরা হয়।

সারাবাংলা/জেআইএল/একে

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন