বিজ্ঞাপন

খরা ও লবণসহিষ্ণু জাত উদ্ভাবনে আরও গুরুত্ব দিতে হবে: কৃষিমন্ত্রী

July 29, 2018 | 8:18 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খরা ও লবণসহিষ্ণু জাত উদ্ভাবনে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিজ্ঞানসম্মত ধারণার আলোকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনা করে দেশের উত্তর-দক্ষিণাঞ্চলের পানি, মাটির পুষ্টি ব্যবস্থাপনা, শস্য নিবিড়করণ এবং যান্ত্রিকীকরণ প্রযুক্তির উন্নয়ন ঘটাতে হবে।’

রবিবার (২৯ জুলাই) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে ‘বংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকায় ডাল, তৈলবীজ, ভূট্টা এবং অন্যান্য ফসলের আবাদ বৃদ্ধিকরণ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এবং অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ (এসিআইএআর) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষিতে আমরা অসাধ্য সাধন করেছি। ধান, আলু, ভুট্টায় আমাদের অনেক উৎপাদন বেড়েছে। দানাদার ফসলে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমাদের অনেকে নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন হয়েছে। তবে খরা ও লবণসহিষ্ণু জাত উদ্ভাবনে আরও বেশি গুরুত্ব দিতে হবে। টেকসই উৎপাদন নিশ্চিত করতে যান্ত্রিকীকরণের প্রসার ঘটাতে হবে।’

বিজ্ঞাপন

বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিআইএআর এর প্রধান নির্বাহী অধ্যাপক এন্ড্রু ক্যাম্পবেল। এতে আরও বক্তব্য রাখেন- অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ ও কেজিএফ এর নির্বাহী পরিচালক ড. ওয়ায়েস কবীর।

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন