বিজ্ঞাপন

কয়লা চুরি: ২১ কর্মকর্তার বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা চেয়ে চিঠি

July 30, 2018 | 2:11 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা গায়েবের ঘটনায় শীর্ষ ২১ কর্মকর্তার বিদেশ যেতে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে খনির সাবেক এমডি এস এম নূরুল আওরঙ্গজেবকে দুদকে তলব করা হয়েছে।

দুদক গঠিত তদন্ত কমিটির প্রধান ও উপপরিচালক শামছুল আলম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংস্থাটির উপপরিচালক শামছুল আলম বলেন, খনির সাবেক এমডি এস এম নূরুল আওরঙ্গজেবকে আগামী ১ আগস্ট দুদকে হাজির হতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, এর আগে যে চার কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল, তারাও এই তালিকায় আছেন।

এর আগে গত ২৩ জুলাই দুর্নীতির এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দুদক। দুদকের উপপরিচালক শামছুল আলমকে প্রধান করে গঠিত এই তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক তাজুল ইসলাম।

এ ছাড়া তদন্ত এই কমিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দুদকের পরিচালক কাজী শফিক।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমআই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন