বিজ্ঞাপন

‘আমি সব সময়ই হাসি, এটা কি দোষের?’

July 30, 2018 | 4:01 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ‘আমি পদত্যাগ করলেই কি সব সমস্যার সমাধান হবে? বরং এই পদে থেকেই সমস্যার সমাধান করা উত্তম। আমি সব সময়ই হাসি, আমার কালো মুখ কেউ দেখেনি। এটা কি দোষের? এ ঘটনায় আমার ক্ষমা চাওয়ার কথা না, তারপরও দুঃখ প্রকাশ করছি।’

সোমবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সোমবার (৩০ জুলাই) রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুগপৎ আন্দোলন শুরু করে। আন্দোলনরত  শিক্ষার্থীরা নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবি পেশ করে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় অবশ্যই দোষী ব্যক্তির কঠোর শাস্তি হবে। প্রাথমিকভাবে আমারা দেখেছি, বাস চালকেরই দোষ । তবে তদন্তের পরই এর বিচার হবে। আমি আন্দোলনরত ভাই-বোনদের  আশ্বস্ত করে বলতে চাই, অবশ্যই দায়ীদের বিচার হবে। দুর্ঘটনা রোধে আইনে সংশোধনী আনা হবে।’

দুর্ঘটনায় দায়ী বাসটির রুট পারমিট বাতিল হবে কি না জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘বাসের রেষারেষিতেই এ দুর্ঘটনা। তবে তা ব্রেক ফেলের জন্য কী না, খতিয়ে দেখা হবে। দোষী যেই হোক না কেন, এ অপমৃত্যুর বিচার হবেই। এ দুর্ঘটনা প্রতিরোধে আগামীকাল মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করব। বৈঠকে এ বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধের জন্য তিনটি মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছিলেন। আমি যেহেতু পরিবহন সেক্টরের সঙ্গে জড়িত, তাই এটা অবশ্যই আমার দায়িত্ব। আমি দুর্ঘটনা কমিয়ে বিভিন্ন সেক্টরে শান্তি ফিরিয়ে এনেছি। গার্মেন্টস সেক্টরের জ্বালাও-পোড়াও বন্ধ করেছি।’

বিজ্ঞাপন

এ সময় পরিবহন শ্রমিকদের সাফাই গেয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের সময় ছাত্র ভাই-বোনরা রাস্তায় ছিলেন না। সে সময় মানুষের স্বার্থে পরিবহন চালক ও শ্রমিকরা ঝুঁকি নিয়ে গাড়ি নামিয়েছে, চালিয়েছে, বিএনপি-জামায়াতের হামলায় আহত, নিহত হয়েছেন। জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের অবদানও কম নয়।’

শিক্ষার্থীদের অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের বিক্ষোভ অমূলক বলব না। এটা তারা করতেই পারে।আমি ছাত্র ভাই-বোনদের বলব আপনারা শান্ত হোন, উচ্ছৃঙ্খল হবেন না। এ ঘটনায় দায়ীদের শাস্তি দেওয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘মিনিবাস চালক যারা আছে তারা রাফটাফ গাড়ি চালায়। এটা আমার নজরে আছে। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’

জাবালে নুর মন্ত্রীর শ্যালকের গাড়ি কি না?- এ প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, ‘১৯৬২ সাল থেকে আমরা গাড়ির ব্যবসা করি। তবে কোন গাড়ির মালিক কে, তা আমি জানি না। পাঁচ বছর আগে জাবালে নূরের পরিচালক ছিল আমার শ্যালক। সে এখন নেই।’

বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ দুর্ঘটনাপ্রবণ দেশের তালিকায় বিশ্বের মধ্যে ৯০ তম । ২০১৪ সালে যা ছিল ৯ নম্বরে।’

বাসচালকদের পক্ষে সাফাই গেয়ে মন্ত্রী বলেন,  ‘চালকদের বিচার হয় না এ কথা ঠিক না। এরইমধ্যে ১৩শ চালককে শাস্তি দেওয়া হয়েছে।’

দেশবাসীকে আশ্বস্ত করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘আপনারা অপেক্ষা করেন, সরকার সড়ক দুর্ঘটনা বন্ধে কঠিন ব্যবস্থা নেবে। শ্রমিকদের আন্দোলনেরও কোনো সুযোগ থাকবে না।’

শাজাহান খান এ সময় সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তার ওপর বিরক্ত, তাকে তিরস্কার করেছেন বলে  ফেসবুকের যে খবর এসছে, তা গুজব।

সারাবাংলা/এএইচএইচ/জেডএফ/এজেড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন