বিজ্ঞাপন

নৌমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ দাবি ছাত্র ইউনিয়নের

July 30, 2018 | 7:25 pm

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সোমবার (৩০ জুলাই) বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু ও খাগড়াছড়ির দীঘিনালায় আদিবাসী শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি করেন।

এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ‘দুই জন শিক্ষার্থী নিহত হওয়ার পর সাংবাদিকেরা নৌমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি নির্লজ্জ-বেহায়ার মতো হেসে হেসে উত্তর দিয়েছেন- ভারতে নাকি ৩৩ জন নিহত হলেও কোনো হৈ-চৈ হয় না। আমাদের দেশে দুই জন মারা গেলে কেন এতো হৈ-চৈ করা হয়। তার এ ধরনের বক্তব্য দায়বদ্ধতা বহির্ভূত। দেশের জনগণ এ ধরনের দায়িত্বহীন বক্তব্য মেনে নেবে না। তিনি যদি অবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে জনগণ তাকে টেনে হিঁচড়ে ক্ষমতাচ্যুত করবে।’

একইসঙ্গে নেতারা খাগড়াছড়ির দীঘিনালায় নয় বছরের আদিবাসী শিশু পূর্ণা ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যারও সুষ্ঠু বিচার দাবি করেন।

বিজ্ঞাপন

অনলাইন অ্যাক্টিভিস্ট বাকী বিল্লাহ বলেন, ‘নয় বছরের শিশুরাও আজ ধর্ষণের হাত থেকে রেহায় পাচ্ছে না। দেশের কোথাও আজ নিরাপদ নয় নারীরা। পাহাড়ে-সমতলে সব জায়গায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা পঞ্চম শ্রেণীর ছাত্রী পূর্ণা ত্রিপুরা হত্যার বিচার দাবি করছি।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)’তে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নিপুন ত্রিপুরা, ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি সুমন সেন গুপ্ত, অনিক রায়সহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন