বিজ্ঞাপন

ভারত সফরে যাচ্ছেন সেনাপ্রধান

July 31, 2018 | 12:59 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ৬ দিনের সফরে মঙ্গলবার (৩১ জুলাই) ভারত যাচ্ছেন বলে ঢাকার ভারতীয় দূতাবাস এক বার্তায় জানিয়েছে। সেনাপ্রধানের ভারত সফর ঢাকা-নয়া দিল্লী প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করবে বলে বার্তায় বলা হয়েছে।

ঢাকার ভারতীয় দূতাবাস থেকে মঙ্গলবার পাঠানো এক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ৩১ জুলাই থেকে ০৫ আগস্ট ২০১৮ ভারত ভ্রমণ করবেন। সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। বাংলাদেশ সেনাপ্রধান ভারতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং আগ্রা, লখনৌ এবং দেওলালিতে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। দেওলালিতে তার শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অফ আর্টিলারি পরিদর্শন করবেন তিনি। ১৯৯২-১৯৯৩ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে তিনি লং গানারি স্টাফ কোর্স সম্পন্ন করেন।’

বার্তায় আরো বলা হয়, ‘ভারত সফরের আগে গত সোমবার (২৯ জুলাই) ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা সেনাবাহিনী সদরদপ্তরে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সেনাপ্রধানের ভারত সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/পিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন