বিজ্ঞাপন

‘টাইপিং ভুলে গেছি, প্রধানমন্ত্রী হওয়ার পর ক্ষতিটা হয়েছে’

July 31, 2018 | 2:08 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সময়ের অভাবে কম্পিউটার দক্ষতা কমে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে কম্পিউটার চালানো শিখেছি। বাংলা টাইপিং শিখেছি মোস্তাফা জব্বারের কাছ থেকে। কিন্তু এখন বাংলা টাইপিং প্রায় ভুলে গেছি, প্রধানমন্ত্রী হওয়ার পর এই ক্ষতিটা হয়ে গেছে।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্যাটেলাইট উৎক্ষেপণ উদযাপন ও দুই গ্রাউন্ড স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘ভালোই স্পিড হয়ে গেছিল। কিন্তু কবে ছুটি পাব। আগে নিজের লেখা নিজেই টাইপ করতে পারতাম। প্রধানমন্ত্রী হওয়ার পর এত ফাইলে সই করতে হয় যে, টাইপ করা ভুলে গেছি।’

‘তবে আগের মতো টাইপ করতে না পারলেও লেখা কারেকশন করতে পারি। আর ইংরেজি টাইপ কিছুটা করতে পারি’ বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে আমরা সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত করেছি। স্যাটেলাইট হলো। ৯ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, ১৩ কোটি মানুষ মোবাইল সিম ব্যবহার করে। সমগ্র বাংলাদেশকে আমরা ডিজিটাল সেন্টার নির্মাণ করে দিয়েছে। সাড়ে ৮ হাজার পোস্ট অফিস ডিজিটাল হয়েছে। লার্নিং অ্যান্ড আর্নিংয়ের মাধ্যমে গ্রামের ছেলেরা কাজ করে যাচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

আরও পড়ুন

আমরাও একদিন চাঁদে যাব: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন