বিজ্ঞাপন

যাত্রী সংকটে বিমানের হজ ফ্লাইট বাতিল

July 31, 2018 | 6:15 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র একটি হজ ফ্লাইট (বিজি ৩০৫৭) বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জুলাই) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

তিনি বলেন, আজ রাত ১১টা ৩৫ মিনিটে একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রী সংকটের কারণে ওই ফ্লাইটের যাত্রীদেরকে অন্যান্য ফ্লাইটে সমন্বয় করে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

এখনো ছয় হাজার টিকেট অবিক্রিত। এই টিকেটগুলো যদি বিক্রি না হয় তাহলে হজযাত্রীদের সৌদি আরব হওয়া অনিশ্চিত হয়ে যেতে পারে। কারণ সৌদ সরকার আগেই জানিয়েছে, নির্ধারিত হজ ফ্লাইটের বাইরে কোনো স্লট তারা দেবে না।

এ পর্যন্ত বিমানের ফ্লাইটে হজ পালনের উদ্দেশ্যে গেছেন ৩৮ হাজার ৩৫৬ জন। সৌদি এয়ারলাইন্সে গেছেন ৩৪ হাজার ৯০৪ জন। মোট ৭৩ হাজার ২৬০ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন।

এ বছর যাত্রী সংকটে মোট তিনটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন