বিজ্ঞাপন

বিচারের দাবিতে যাত্রাবাড়ী সড়কে শিক্ষার্থীরা

August 1, 2018 | 11:44 am

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠছে যাত্রাবাড়ী এলাকা। বুধবার (১ আগস্ট) সকাল থেকে যাত্রাবাড়ীর মোড়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, শহীদ জিয়া গার্সল স্কুল অ্যান্ড কলেজ, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ক্যামিব্রিয়ান কলেজ, রোকেয়া আহসান কলেজসহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিচারের দাবিতে অবস্থান নেয়।

এসময় বিচারের দাবিতে- ‘উই ওয়ান্ট জাস্টিস, গণহত্যা আর না আর না’, ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে’, ‘আমার বোন কবরে, খুনি কেনো বাহিরে’ এসব স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

শিক্ষার্থীরা কখনও স্লোগান দিয়ে সায়েদাবাদ মোড় পর্যন্ত যাচ্ছে আবার সেদিক থেকে ফিরে আসছে। কখনও কখনও রাস্তার উপর বসে স্লোগান দিচ্ছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, ‘দুপুর বারোটার পর ক্লাস শেষে অন্য সহপাঠীরা আন্দোলনে যোগ দিবে। এরপর মিছিল নিয়ে রাজধানীর সায়েন্সল্যাব অভিমুখে যাওয়া হবে।’

বিজ্ঞাপন

তবে পুলিশ তাদের বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থী সিফাত বলেন, ‘আমরা মোড়ে বসলে সেখান থেকে পুলিশ আমাদের তুলে দিয়েছে। তাই আমরা রাস্তায় হেঁটে হেঁটে আন্দোলন করছি। এ আন্দোলন বিচার না হওয়া পর্যন্ত চলবে।’

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারাবাংলাকে বলেন, ‘শিক্ষার্থীরা যাতে বিশৃঙ্খলা না করে সেজন্য আমরা রাস্তায় আছি। তাদের আমরা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা কেউ কাউকে মানছে না। একেকজন একেক দিকে আন্দোলন করছে। তবে তারা কেউ এখনও ভাঙচুরের মত ঘটনা ঘটায়নি।’

যাত্রাবাড়ীর শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিতে চাইলে তাদের স্কুল কর্তৃপক্ষ বাধা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন ওই প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী। এজন্য তারা আন্দোলনকারী অন্যান্য শিক্ষার্থীদের সাহায্যের জন্য আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

আন্দোলনে যোগ দেয়া ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রিমা জান্নাত সারাবাংলাকে বলেন, ‘আমরা কয়েকজন জোর করে আন্দোলনে যোগ দিয়েছি। কিন্তু আমাদের সবাই আসতে চাই, আমাদের ম্যামরা আসতে দিচ্ছে না। ম্যামরা বলেছেন আমাদের কোনো সমস্যা হলে নিরাপত্তা দিবে কে? কিন্তু আমরা এ আন্দোলনে যোগ দিয়ে বিচার চাচ্ছি।’

আরও পড়ুন:
সড়ক পরিবহন আইন মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন আগামী সপ্তাহেই
পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ, যান চলাচল স্বাভাবিক
অবরোধে অচল ঢাকা, নৌমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম

সারাবাংলা /এসএইচ/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন