বিজ্ঞাপন

কানাডা থেকে তিনটি ড্যাশ-৮ বিমান কিনতে চুক্তি সই

August 1, 2018 | 12:45 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য নতুন তিনটি টার্বোপ্রপ (ড্যাশ-৮-কিউ ৪০০এনজি) কেনার জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বম্বার্ডিয়ার ইনকরপোরেশনের কাছ থেকে এগুলো কেনা হচ্ছে।

বুধবার (১ আগস্ট) কানাডার বম্বার্ডিয়ার ইনকরপোরেশনের সঙ্গে এই ক্রয় চুক্তি করে বাংলাদেশ বিমান। এই বিমান তিনটির প্রত্যেকটির দাম ২০.৪ মিলিয়ন ডলার। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে বিমানের এমডি মোসাদ্দেক হোসেন ও কানাডিয়ান ইন করপোরেশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কার্ল মার্কিটি উপস্থিত ছিলেন।

এর আগে, ২০১৫ সালে ৬ এপ্রিল কানাডার কর্মাশিয়াল করপোরেশনের টার্বো প্রব বিক্রয়ের প্রস্তাব দেয় বিমানকে। ২০১৬ সালের ১৫ নভেম্বর অর্থনৈতিক বিষয়ে মন্ত্রিসভা কমিটির ১১৯তম সভায় এই উড়োজাহজ ক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবনা অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন