বিজ্ঞাপন

‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধ আইনের দ্রুত বাস্তবায়ন চান প্রধানমন্ত্রী’

August 1, 2018 | 3:13 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ আইনের খসড়ায় সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে। রাখা হয়েছে ত্বড়িৎ গতিতে বিচারেরও ব্যবস্থা। প্রধানমন্ত্রী নিজেও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ আইনের দ্রুত বাস্তবায়ন চান।

বুধবার (১ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান। এ সময় আবেগী কণ্ঠে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় আমার স্ত্রীরও মৃত্যু হয়েছে। সে সময় কোনো আইন ছিল না। বর্তমানে যে আইনটি করা হচ্ছে, এর প্রয়োগে সড়ক দুর্ঘটনা কমে আসবে।

মন্ত্রী আরও জানান, নতুন এ আইনে ১২টি পয়েন্ট রাখা হয়েছে। লাইসেন্স বাতিলসহ পরিবহন শ্রমিকদের বিভিন্ন ভুলের জন্য যথাযথ শাস্তির বিধান রয়েছে। বড় অপরাধের জন্য বড় শাস্তি এবং ছোট অপরাধের জন্য ছোট শাস্তি পেতে হবে জড়িতদের। কেউ আইনের ফাঁক গলে বেরিয়ে যাবেন- তা হবে না।

বিজ্ঞাপন

এ সময় আইনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী চান আইনটি দ্রুত পাস হোক এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।

সারাবাংলা/এএইচএইচ/এএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন