বিজ্ঞাপন

রিকশায় উঠলেই ভাড়া এক-দেড়শ

August 1, 2018 | 4:19 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: এয়ারপোর্ট থেকে আব্দুল্লাহপুরের রিকশা ভাড়া দেড়শ টাকা! শুধু তাই নয়, এয়ারপোর্ট থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত যেখানেই নামবেন, রিকশা ভাড়া একশ টাকা! জীবিকার তাগিদে বাধ্য হয়ে ওই ভাড়াতেই রিকশায় চড়ছেন যাত্রীরা।

বুধবার (১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এই চিত্র দেখা গেছে বিমানবন্দর এলাকা থেকে উত্তরা এলাকায়। নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে গণপরিবহন সংকটের সুযোগ এভাবেই উত্তরা এলাকায় নিচ্ছে রিকশাচালকরা।

বিজ্ঞাপন

বুধবার সকাল থেকেই রাজধানীর উত্তরা-এয়ারপোর্ট-জসিম উদ্দিন-হাউজ বিল্ডিং হয়ে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কের দুই পাশ শিক্ষার্থীরা দখলে নিয়ে নেয়। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে।

সকাল ১০টার দিকে রাজউক স্কুল অ্যান্ড কলেজের কয়েশ শিক্ষার্থী রাস্তায় নামলেও ১১টার দিকে তাদের সঙ্গে একে একে যোগ দেয় মাইলস্টোন কলেজ, বঙ্গবন্ধু কলেজ, উত্তরা কলেজ, উত্তরা হাই স্কুলসহ বেশ কয়েকটি স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী।

এ সময় সব ধরনের যান্ত্রিক যানবাহন আটকালেও রিকশা ছেড়ে দিতে দেখা যায় শিক্ষার্থীদের। ফলে পথে বের হওয়া কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের যাতায়াতের একমাত্র বাহনে পরিণত হয় রিকশা। সেই সুযোগেই রিকশাচালকরা ইচ্ছামতো ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের।

বিজ্ঞাপন

রবিউল আরাফাত নামে একজন ব্যবসায়ী বলেন, ‘গাজীপুর যেতে হবে। গাড়ি খিলক্ষেতে রেখে এয়ারপোর্ট পর্যন্ত হেঁটে এসে রিকশা নিলাম। দাম যাই হোক, যেতে হবে।’

আক্কাস আলী নামে এক রিকশাচালক বলেন, ‘ঝুঁকি নিয়ে গাড়ি চালিয়ে যাত্রী বহন করি। চাকা কেটে দিতে পারে। মাইর দিতে পারে। তাই একটু বেশি নিচ্ছি।’

এদিকে, রাজধানীতে গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়তে হলেও সেই ভোগান্তি নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায়নি পথচলতি মানুষদের। বরং তাদের অনেকেই শিক্ষার্থীদের এই আন্দোলনকে ‘ন্যায্য দাবির আন্দোলন’ বলেই আখ্যা দিচ্ছেন। পাশাপাশি সরকার যেন দ্রুত শিক্ষার্থীদের দাবির প্রতি মনোযোগী হয়, সে আহ্বানও জানাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

এদিকে, রাজধানীতে যাত্রীর তুলনায় রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম দেখা গেছে। ফলে অফিসগামী লোকদের ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে কী কারণে সড়কে গাড়ি কম, জানতে চাইলে এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ সারাবাংলা’কে বলেন, গত কয়েকদিনে পাঁচশ থেকে ছয়শ গাড়ি ভাঙচুর করা হয়েছে। বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। যার ফলে মালিকরা হয়তো সড়কে গাড়ি নামাতে ভয় করছে। তবে মালিক পরিবহন  সমিতির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন-

স্থবির ঢাকা

‘জেনারেশন নকিং দ্যা ডোর!’

শাহবাগে ক্ষুদেদের পাশে বড়রা

ট্রাক পিষে দেওয়া ছেলেটি আশঙ্কামুক্ত

বিক্ষোভকারী শিক্ষার্থীকে পিষে দিলো ট্রাক (ভিডিও)

আন্দোলনের সুযোগ নিচ্ছে স্বার্থান্বেষী মহল : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেদের সুরক্ষা চেয়ে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সারাবাংলা/ইউজে/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন