বিজ্ঞাপন

জাবালে নূরের সেই বাসটির মালিক গ্রেফতার

August 1, 2018 | 7:22 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : রাজধানীর কুর্মিটোলায় বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জাবালে নূর পরিবহনের সেই বাসটির মালিককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১।

গ্রেফতার ব্যক্তির নাম মো. শাহাদাৎ হোসেন। তার মালিকানাধীন যে বাসটি দুই শিক্ষার্থীকে চাপা দেয় তার নম্বর ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭।

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন র‌্যাব।

বিজ্ঞাপন

র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার (সিও) সারওয়ার বিন কাশেম সারাবাংলাকে বলেন, আজই রাজধানী থেকে গ্রেফতার করা হয় মো. শাহাদাৎ হোসেনকে।

রোববার (২৯ জুলাই) দুপুরে বিমানবন্দর সড়কে হোটেল রেডিসন এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী মারা যায়। এ ছাড়া বাসচাপায় আহত হয় অন্তত ১০ জন।

এ ঘটনার পর ফুঁসে ওঠে সাধারন শিক্ষার্থীরা। বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসে তারা। বিভিন্ন সড়ক অবরোধ করে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাতে থাকে তারা। এর ধারাবাহিকতায় বুধবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রাখা হয়। বিকেলে অবরোধ তুলে নিলেই তাদের নয়দফা দাবি মেনে নেওয়া না হলে বৃহস্পতিবার (২ আগস্ট) ঢাকা অচলের ঘোষণা দেয় তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এসএমএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন