বিজ্ঞাপন

ফার্মগেট থেকে অবস্থান তুলে নিয়েছে শিক্ষার্থীরা

August 2, 2018 | 5:17 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে থাকা শিক্ষার্থীরা ফার্মগেট থেকে বিকেল ৪টায় সরে গেছে। ফিরে যাওয়ার আগে সিগন্যালগুলো ফাঁকা করে দেয় তারা।

সকাল থেকে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের কেউ বাস, রিকশা কিংবা পিকআপ ভ্যানে গন্তব্যে ফেরে।

সকাল থেকে নীরব থাকা ট্রাফিক পুলিশের দায়িত্ব নিচ্ছে এখন। ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে গাড়ির চাকা।

বিজ্ঞাপন

এর আগে বৃষ্টিকে উপেক্ষা করে সকাল দশটায় রাস্তায় নেমে আসে সরকারি বিজ্ঞান কলেজ, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ এবং তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। অধিকাংশ সময় তারা গাড়ির লাইসেন্স চেক করে। কখনো রাস্তায় দুপাশে সমান্তরালে দাঁড়িয়ে স্লোগান তোলে। আবার কখনো অ্যাম্বুলেন্স কিংবা লাইসেন্স ঠিক থাকা গাড়িকে বিক্ষোভের স্থল পার করে দিচ্ছে খুব বিনয়ে।

তবে দুপুর বারোটার পর থেকে ফার্মগেট হয়ে বন্ধ ছিল সব ধরনের যানচলাচল। হলিক্রসের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে স্থবির হয় ফার্মগেট।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুর দুইটার দিকে ফার্মগেট ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে। পরে শাজাহান খানের পদত্যাগ দাবিতে তারা বিক্ষোভ মিছিল করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন