বিজ্ঞাপন

পোর্তোতেই ক্যারিয়ার শেষ হবে ক্যাসিয়াসের

August 3, 2018 | 3:23 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

ক্লাব ক্যারিয়ারের বেশীরভাগ সময়টাই কাটিয়েছেন কাটিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। সান্তিয়াগো বার্নাব্যু থেকে পর্তুগিজ ক্লাব পোর্তোতে আসেন কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। স্প্যানিশ এই গোলরক্ষক এবার জানিয়ে দিলেন, ক্লাব পোর্তোতেই ক্যারিয়ারের শেষ করবেন তিনি।

২০১৫ সালে ক্লাব রিয়াল ছেড়ে পর্তুগিজ ক্লাবে যোগ দেন ক্যাসিয়াস। ১৯৯৯ সাল থেকে রিয়ালের হয়ে ৫১০ ম্যাচ খেলার পর পোর্তোর জাল সুরক্ষায় কাজ করে চলেছেন এই কিংবদন্তি গোলরক্ষক। পর্তুগিজ ক্লাবে এসে তিন মৌসুমে ৮৫ ম্যাচ খেলেছেন তিনি।

রিয়ালে দারুণ সময় কাটানোর পর ক্লাব পোর্তোতে এলেও স্প্যানিশ ক্লাবকেই ওপরে রেখেছেন স্প্যানিশ এই গোলরক্ষক, ‘পুরো ক্যারিয়ারে শুধুমাত্র দুটি ক্লাবে খেলেছি। রিয়াল মাদ্রিদেই জীবনের বড় অংশ কাটিয়েছি, ইতিহাসের সেরা ক্লাব বলেই মনে করি। তবে, রিয়াল থেকে পর্তুগালে এসে এফসি পোর্তোর মতো শক্তিশালী দলে খেলতে পারাটাও বেশ আনন্দের।’

বিজ্ঞাপন

নতুন মৌসুম শুরুর আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন ক্যাসিয়াস। ক্লাব পোর্তোর হয়ে নতুন মৌসুমে মাঠে নামার আগে জানিয়ে দিলেন ক্যারিয়ারের বাকি সময়টাতে এই ক্লাবের খেলবেন তিনি, ‘এখানে (পোর্তো) আসার পর থেকেই পোর্তো আমাকে খুশি করে চলেছে। আর আমি চেষ্টা করছি নিজের পারফরম্যান্স ধরে রাখতে। ফুটবল ক্যারিয়ারের শেষ পর্যন্ত এখানেই খেলতে চাই।’

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন