বিজ্ঞাপন

‘সবাই সান্ত্বনা দিতে আসে, কিন্তু কষ্ট বেড়ে যায়’

August 3, 2018 | 4:39 pm

।। এমদাদুল হক তুহিন, সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ‘সবাই আসে আমাকে সান্ত্বনা দিতে, কিন্তু কষ্ট দিয়ে যায়। বারবার মেয়েটার কথা মনে পড়ে। সন্তান হারানোর কষ্ট ভুলি কী করে!’- অনেকটা এভাবেই কথাগুলো বলছিলেন সড়ক দুর্ঘটনায় নিহত দিয়ার বাবা জাহাঙ্গীর ফকির।

শুক্রবার (৩ আগস্ট) সকালে এই পরিবারকে সমবেদনা জানাতে এসেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তার একটু আগে শহীদ রজিম উদ্দিন ক্যান্টমেন্ট কলেজের অধ্যক্ষ নূর নাহার ইয়াসমিনও এসেছিলেন এই বাসায়।

শুক্রবার সকালে মহাখালীর ওই বাসায় এরশাদ আসার আগে ও পরে কথা হচ্ছিল দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর ফকিরের সঙ্গে। প্রতিবেশিরা তখন দিয়াদের বাসায় ভিড় করছে, রয়েছে আত্মীয়-স্বজনও। সবমিলিয়ে জাহাঙ্গীরের ব্যস্ততাও বেশি। আক্ষেপ করে বললেন, ‘অনেকেই আসছেন, সবার সঙ্গে কথাও বলতে পারছি না। হয়তো অনেকেই মন খারাপ করছে।’

বিজ্ঞাপন

কয়েকজন মন্ত্রীসহ অনেকেই সমবেদনা জানাতে এসেছে উল্লেখ করে দিয়ার বাবা বলেন, ‘সবাই আসে সান্ত্বনা দিতে, কিন্তু আমার কষ্ট তো বেড়ে যায়। বারবার মেয়েটার কথা পড়ে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘মন্ত্রী (শাজাহান খান) আমাদের বাসায় এসে অনেক দুঃখ প্রকাশ করেছেন। নিজের হাসির ব্যাখ্যা দিয়েছেন। ক্ষমা চেয়েছেন। সরকার প্রতিশ্রুতি দিয়েছে। অনেক দাবি মেনে নিয়েছে। হয়তো এক দুইটি মানতে পারেনি। প্রধানমন্ত্রীও ডেকে আমাদের সাথে কথা বলেছেন। আমরা ছাত্রদের বলছি এবার তোমারা উঠে যাও।’

শিক্ষার্থীদের উপর আক্রমণ করতে গাবতলীতে শ্রমিকরা জড়ো হচ্ছে এমন তথ্য পেয়েছেন জানিয়ে দিয়ার বাবা আরও বলেন, ‘আমি অনুরোধ করে বলবো কোনো শ্রমিক যেন ছাত্রদের গায়ে হাত না দেয়। আন্দোলনে পুলিশ ছাত্রদের গায়ে হাত দেয়নি। তারা অনেক সহ্য করেছে। শ্রমিকদেরও পারতে হবে। আমার এক সন্তান হারিয়েছি কিন্তু লক্ষ সন্তান রাস্তায়। আমাদেরই তাদের নিরাপত্তা দিতে হবে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত কয়েকদিনে শোকাতুর এই পরিবারকে সমবেদনা জানাতে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক, বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আরও পড়ুন: যদি শুনতাম ছেলে মরেছে তবে আত্মহত্যা করতাম: এরশাদ

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন