বিজ্ঞাপন

মিরপুরে শান্তিপূর্ণ কর্মসূচির পর ফিরে গেছে শিক্ষার্থীরা

August 3, 2018 | 4:42 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে মিরপুর ১০ নম্বরে জড়ো হওয়া শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে ফিরে গেছে।

শুক্রবার (৩ আগস্ট) সকাল থেকেই তারা মিরপুর ১০ নম্বরে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিল। দুপুরে নামাজের জন্য একঘণ্টা বিরতি নিয়ে আবার তারা ফিরে আসে। বিকেলে জড়ো হয়ে একসঙ্গে নৌমন্ত্রীর পদত্যাগ চেয়ে শ্লোগান দিতে থাকে। এর প্রায় দুই ঘণ্টা পর তারা ফিরে যায়।

মিরপুর ও উত্তরায় আজও শিক্ষার্থীরা রাস্তায়

অন্যদিকে, মিরপুর দুই নম্বরে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তারাও ফিরে গেছে।

বিজ্ঞাপন

এর আগে মিরপুর ১০ নম্বরের পাশেই থাকা পুলিশ বক্সের দায়িত্বে থাকা সার্জেন্ট মোখলেছুর রহমান সারাবাংলাকে জানান, সকাল ৯ টার পর মিরপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা গোল চত্বরে জড়ো হতে থাকে। তারা ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে থাকে। আমরা তাদের শান্তিপূর্ণভাবে সহযোগিতা করছি।

তিনি জানান, অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড ছাড়া এসেছে। শিক্ষার্থীদের মাধ্যমে তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। বেশ কয়েকজনকে ধরা হয়েছে, পরে ছাত্ররা তাদের ছেড়ে দিয়েছে। এদের ব্যাপারে ছাত্রদের সাবধান করে দিয়ে বলেছি, সবাইকে আইডি কার্ড গলায় ঝুলাতে।

বিজ্ঞাপন

মিরপুরে শিক্ষার্থীদের অবস্থানের সময় একটি কাভার্ড ভ্যান এক রিকশাকে ধাক্কা দিলে শিক্ষার্থীদের চাপের মুখে কাভার্ড ভ্যানের ড্রাইভারকে জরিমানা করে ট্রাফিক সার্জেন্ট।

এ সময় ড্রাইভার আব্দুর রহিম জানান, রিক্সার সঙ্গে লাগলেও কোনো ক্ষতি হয়নি। তারপরও ৮ হাজার টাকার মামলা দিয়েছে ছাত্রদের চাপে, মিথ্যা সাক্ষিতে। তবে, ক্ষতিগ্রস্ত রিকশার মালিককে খুঁজে পাওয়া যায়নি।

সারাবাংলা/এইচএ/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন