বিজ্ঞাপন

আ. লীগ সভাপতির কার্যালয়ে হামলা, ১৭ জন আহত

August 4, 2018 | 5:25 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে ধানমন্ডিতে ‘আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হামলা’ সংঘর্ষ-ধাওয়া পাল্টা ধাওয়ায় ‘১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন’ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে শনিবার (৪ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘পাশেই জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে এরা ভর্তি রয়েছে। গণমাধ্যমকর্মীরা চাইলেও তালিকায় থাকা নেতাকর্মীদের আহত হওয়ার বিষয়টি হাসপাতালে গিয়ে দেখতে পারেন।’

এ সময় আহত নেতাকর্মীদের তালিকা পড়ে শোনান ওবায়দুল কাদের।

আহতরা হলেন তড়িৎ চৌধুরী, নেতা শাহ আলম, মাহমুদুল মওলা, নাহিদ কামাল পলাশ, জিয়া উদ্দিন আহমেদ, শফিউর রহমান, বিপ্লব, রইচ উদ্দিন, সালাহ উদ্দিন আহমেদ রনি, কলিম ঢালী, অর্নব সাহা বাপ্পী, ভুবন মোহন সাহা, ইমরান সোনার, শফিকুল ইসলাম শফিক, জে এম আলমগীর, তাজমল হীরক, সৌমেন চন্দ্র বোস, জয়দেব নন্দী, দিদার হোসেন, আশিকুর রহমান।

বিজ্ঞাপন

কাদের বলেন, ‘এখব আমরা ধৈর্য ধরছি। সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছি। জাস্ট আজকে আন্দোলনের নামে অরাজনৈতিক একটা আন্দোলনকে নোংরা রূপ দিচ্ছে বিএনপি জামায়াত। সেটা আজকে দেশবাসীর সামনে পরিষ্কার হয়েছে।’

মানুষ নিরাপত্তার কারণে ছাত্রছাত্রীদের ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে আন্দোলনের নামে যারা সাংবাদিক পুলিশ ও নিরীহ মানুষের উপর হামলা করছে তাদেরকে।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ও জিগাতলায় এসে গোলাগুলিসহ হামলার বিষয়টি তুলে তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে, এই অফিসের দিকে তাড়া তেড়ে আসে এবং উসকানি দিয়েছে। এরা স্কুল কলেজের ছাত্রছাত্রী নয়, এরা রাজনৈতিক দুর্বৃত্ত। যারা আজকে দেশকে অশান্ত করতে চায়, বাংলাদেশের অশান্তি কোনদিনই দূর হবে না যতদিন পর্যন্ত বিএনপি নামক দলটির এমন রাজনৈতিক দাপট থাকবে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুরনাহার লাইলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু প্রমুখ।

বিজ্ঞাপন

ধানমন্ডিতে শনিবার (৪ আগস্ট) দুপুরে আন্দোলকারী শিক্ষার্থী ও আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলা চালাতে আসে। স্কুল-কলেজের পোশাক পড়া শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ পোশাকে আরও ৫০/৬০ জন যুবক ছিলেন।

আওয়ামী লীগ অফিসে ঢোকার আগে মূল রাস্তায় এদের বাধা দিলে উত্তেজনার একপর্যায়ে ইটপাটকেল ছুড়তে থাকে শিক্ষার্থীরা। এরপর দলীয় অফিসের সামন থাকা যুবকরা জড়ো হয়ে এলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সারাবাংলা/এনআর/জেএ/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন