বিজ্ঞাপন

মোয়াজ্জেম হোসেন ছিলেন পরিশুদ্ধ সাংবাদিক

August 4, 2018 | 7:27 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সদ্য প্রয়াত সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন পেশপাদার ও পরিশুদ্ধ সাংবাদিক ছিলেন। সততা, নৈতিকতা ও নিরপেক্ষভাবে সবসময় দায়িত্ব পালন করেছেন। আর অর্থনীতির সাংবাদিকতায় তিনি শুধু পুরোধা ছিলেন না, ছিলেন পথিকৃৎও। মোয়াজ্জেম হোসেনের স্মরণে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার (৪ জুলাই) রাজধানীর নয়া পল্টনে ইআরএফ কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

সভার প্রধান অতিথি ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে ইআরএফের সদস্য এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে মোয়াজ্জেম হোসেনের সহকর্মীরা তার কর্মময় জীবন তুলে ধরেন। অনুষ্ঠান শেষে মোয়াজ্জেম হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে মোয়াজ্জেম হোসেন ইআরএফ ও অর্থনৈতিক সাংবাদিকতা নিয়ে কি ভাবতেন তার ওপরে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইআরএফের সাবেক সভাপতি জাকারিয়া কাজল।

আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ২৫ বছর আগে অনেকটা জোর করে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস প্রতিষ্ঠা করেছিলেন মোয়াজ্জেম হোসেন। মাত্র ৫০ লাখ টাকা তাকে দেওয়া হয়েছিল, তাও দুই দফায়। শুরুতে আমাদের আগ্রহ ছিল না, কিন্তু তার পীড়াপীড়িতে আমরা রাজি হয়েছিলাম। বেহরুজ ইস্পাহানি, মঞ্জুর এলাহীসহ আরও কয়েকজনের থেকে টাকা নিয়ে শুরু করা হয়। এখন প্রায় ৪০ জন শেয়ারহোল্ডার। বাংলাদেশে একটি পত্রিকা নিজেরা চলে, আবার শেয়ারহোল্ডারদের লাভ দিচ্ছে। এর দাবিদার মোয়াজ্জেম। এটা সম্ভব হয়েছে তার দায়িত্ববোধ, পেশাদারিত্ব, সততার কারণে। তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন ছিলেন সকল ভালো গুণের অধিকারী।

আবুল কালাম আজাদ বলেন, এই যুগে সৎ থাকা সত্যিই কঠিন কাজ। কিন্তু মোয়াজ্জেম হোসেন সততার সঙ্গে জীবন পার করে গেছেন। তা আমাদের জন্যে অনুকরণীয়।

বিজ্ঞাপন

স্মরণসভায় বক্তব্য রাখেন, ইআরএফের প্রবীণ সদস্য এরশাদ মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ন, সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম, সাজ্জাদুর রহমান ও সাজ্জাদ আলম খান তপু, আশিকুন নবী চৌধূরী ও ফারুক আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল। উল্লেখ্য গত ১ আগস্ট ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদল মোয়াজ্জেম হোসেন মারা গেছেন। গত ২৫ বছর তিনি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ছিলেন। এ ছাড়াও তিনি চার দশক দেশের বিভিন্ন দৈনিকে কাজ করেছেন।

সারাবাংলা/জিএস/এমআই

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন