বিজ্ঞাপন

আজ থেকে নাইট কোচও বন্ধ

August 4, 2018 | 7:13 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন রুটে দিনের বেলা আন্তঃজেলা বাস চলাচল বন্ধের পাশাপাশি এবার নাইট কোচ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। নিরাপত্তা না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ খান সারাবাংলাকে বলেন, ‘সমিতি থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে মালিকরা ব্যক্তিগতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে রাতের বেলাও বাস ছাড়বে না।’

ঢাকা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল কবে নাগাদ শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা না থাকছে ততদিন বাস চলবে না বলে মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন।’

বিজ্ঞাপন

গত রোববার (২৯ জুলাই) ঢাকার কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে গণপরিবহণের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স যাচাই করছে শিক্ষার্থীরা। এরই জের ধরে ঢাকার রাস্তায় গত পাঁচদিন প্রায় বন্ধই ছিল গণপরিবহন।

তবে (২ আগস্ট ) থেকে শুক্রবার থেকে দেশের বিভিন্ন জায়গায় বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এমনকি ঢাকা থেকে গত দুইদিনে দূরপাল্লা বা আন্তঃজেলা কোনো বাসও ছেড়ে যায়নি এবং ঢাকায়ও প্রবেশ করেনি।

পরিবহন মালিক ও শ্রমিকরা একদিকে যেমন গাড়ি চালাননি, অপরদিকে তারা গাড়ি চলাচলে বাধাও দিয়েছেন। রাজধানীর সায়েদাবাদসহ বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকরাই সড়কে নেমে যান চলাচলে বাধা দেন। এমনকি বাস থেকে যাত্রীদের রাস্তায় নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন