বিজ্ঞাপন

ভিসি’র হস্তক্ষেপে শান্ত পরিবেশ, ফিরছে ইস্ট-ওয়েস্টের শিক্ষার্থীরা

August 6, 2018 | 4:56 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর রামপুরা এলাকায় পরিস্থিতি শান্ত হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র উপাচার্য সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিনের হস্তক্ষেপে পুলিশ এবং শিক্ষার্থীদের সংঘর্ষ থেমে যায়।

সোমবার (৬ আগস্ট) বিকেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ ফরাস উদ্দিন। এরপর তিনি উপস্থিত থেকে শিক্ষার্থীদের বের করে দেন। এ সময় অনেক অভিভাবক উপস্থিত হয়ে তাদের সন্তানকে নিরাপদে নিয়ে যান।

ফরাস উদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি। পুলিশের সঙ্গেও আলোচনা হয়েছে। উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়েছিল। আমরাদের শিক্ষার্থীরা রাস্তায় নামলে পুলিশ লাঠিচার্জ করে, টিয়ারশেল নিক্ষেপ করে। ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিলে পুলিশ ভেতরেও হামলা করার চেষ্টা করে। তখন শিক্ষার্থীরাও ভেতর থেকে ইট-পাটকেল ছোড়ে।

বিজ্ঞাপন

ডিএমপি বাড্ডা জোনের উপ-কমিশনার আহমেদ হুমায়ূন সারাবাংলাকে বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, শিক্ষার্থীরা ফিরে যাচ্ছেন।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৬ আগস্ট) সকাল থেকে রাস্তায় নামেন ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে জহুরুল হক সিটির সামনে মূল রাস্তায় অবস্থান নেয়। ছাত্র-ছাত্রীরা জানায়, একই এলাকায় সকাল থেকে অবস্থান নেন স্থানীয় কয়েকশ যুবক। এরা পুলিশের পাহারায় সেখানে অবস্থান নেয়।

শিক্ষার্থীরা রাস্তায় নেমে এলে সকাল সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে। পুলিশের পাশাপাশি ওই যুবকরা ছাত্রদের ধাওয়া দেয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের ধাওয়ায় ছাত্ররা ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়ে। এ সময় ঘটনাস্থল থেকে সাত শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ধাওয়া-পাল্টা ধাওয়া

সারাবাংলা/এমএস/এটি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন