বিজ্ঞাপন

২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু করল ইসি

August 8, 2018 | 1:20 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: দ্বিতীয় পর্যায়ে ২৭ জেলায় স্মার্টকার্ড বা উন্নত জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে।  বুধবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ ও স্মার্টকার্ড অনুবিভাগের ডিজি বিগ্রোডিয়ার জেনারেল সাইদুল হোসেন উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটি জেলা আলাদা অালাদা কার্যক্রমের উদ্বোধন করেন সিইসি। সিইসি প্রথমে উদ্বোধন করেন ভোলা জেলার স্মার্টকার্ড। পরে একে একে বিভিন্ন কমিশনাররা অন্যান্য জেলা স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করেন। কমিশনার মাহবুব তালুকদার ময়মনসিংহ, রফিকুল ইসলাম চাঁদপুর, কবিতা খানম নওগাঁ, শাহাদত হোসেন যশোর এবং ইসি সচিব মুন্সিগঞ্জ জেলার স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

ইসি যে ২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করবে সেগুলো হলো, নরসিংদী সদর, শেরপুর সদর, জামালপুর সদর, মানিকগঞ্জ সদর, মুন্সীগঞ্জ সদর, ময়মনসিংহ সদর, টাংগাইল সদর, কিশোরগঞ্জ সদর ব্রাহ্মণবাড়িয়া সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, সিরাজগঞ্জ সদর, নওগাঁ সদর, চুয়াডাঙ্গা সদর, মাগুরা সদর, ঝিনাইদহ সদর, সাতক্ষীরা সদর, কুষ্টিয়া সদর, যশোর সদর, রাজবাড়ী সদর, মাদারীপুর সদর, ফরিদপুর ভাঙ্গা, ভোলা সদর ও মৌলভীবাজার সদর, লক্ষ্মীপুর সদর, চাঁদপুর সদর, ফেনী সদর, নাটোর সদর।

এর আগে ২০১৭ সালের ১ ডিসেম্বর একযোগে ৩৭টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুর হয়। ইসির তথ্য অনুযায়ী, দেশে ১০ কোটি ৪০ লাখের মতো ভোটার রয়েছে। এর মধ্যে সাড়ে ৯ কোটি ভোটার প্রথম অবস্থায় স্মার্টকার্ড পাবেন। বাকি ৯০ লাখ ভোটারের মাঝে পরবর্তীতে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

সারাবাংলা/জিএস/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন