বিজ্ঞাপন

গণপরিবহনে সৃষ্ট সমস্যা নিরসনে আলোচনায় বসেছেন মালিক-শ্রমিক নেতারা

August 8, 2018 | 1:18 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: গণপরিবহনে চলমান সৃষ্ট সমস্যা নিরসনের লক্ষ্যে করনীয় নির্ধারনে আলোচনায় বসেছে পরিবহন সংগঠনগুলোর নেতারা।

বুধবার (৮ আগস্ট) সকাল ১২টার দিকে রাজধানীর বিআরটিসির ৫ম তলায় বাংলাদেশ বাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা শুরু হয়েছে।

বাংলাদেশ বাস মালিক সমিতি, টার্মিনাল বাস মালিক সমিতি, শ্রমিক ফেডারসনসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতৃবৃন্দরা আলোচনায় অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

সভায় সম্প্রতি পাশ হওয়া সড়ক আইন-২০১৮ নিয়ে মালিক-শ্রমিক নেতাদের মতামত সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

একই সঙ্গে ঈদযাত্রায় গণপরিবহনের নিরাপত্তা ও সংকট নিরসন এবং শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় আলোচনা হবে বলে জানা গেছে।

আলোচনা শেষে বিকেল ৪টায় বিআরটিসি কার্যালয়ে বিস্তারিত ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ।

বিজ্ঞাপন

সারাবাংলা /এসএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন