বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীর মৃত্যু

August 10, 2018 | 1:06 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে একজন মারা গেছেন। র‌্যাবের দাবি নিহত মকবুল (৩৬) একজন মাদক ব্যবসায়ী। তার বাড়ি লৌহজংয়ের মেদেনিমণ্ডল গ্রামে।

শুক্রবার (১০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১১, সিপিসি-১ মুন্সীগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি মহিতুল ইসলাম জানান, মাদক বিক্রির গোপন খবর পেয়ে র‌্যাবের একটি দল লৌহজংয়ের কুমারভোগ এলাকায় যায়। ভোর সাড়ে ৪ টার দিকে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় ১০ মিনিট গোলাগুলির পর সবাই পালিয়ে যায়। এসময় দেখা যায় গুলিবিদ্ধ অবস্থায় একজন পড়ে আছে। পরে তাকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এদিকে গোলাগুলিতে র‌্যাব সদস্য সিপাহী আমিরু ও নায়েক তকিউল্লাহ আহত হয়েছেন। তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৫০০ ইয়াবা, চার হাজার ৬৭৫ টাকা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নিহত মকবুলের বিরুদ্ধে মাদক আইনে অন্তত ১২ টি মামলা আছে বলেও জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন