বিজ্ঞাপন

১৭ আগস্টের মধ্যে ঈদ বোনাস ও বকেয়া বেতনের দাবি দোকান কর্মচারীদের

August 10, 2018 | 1:49 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: আগামী ১৭ আগস্টের মধ্যে দোকান কর্মচারীদের ঈদ বোনাস ও বেতন-ভাতা প্রদান, সাপ্তাহিক দেড়দিন ছুটি ও মজুরি বোর্ড গঠনসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন নামের একটি সংগঠন।

শুক্রবার ( ১০ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঈদের আগে আমাদের এখন দোকানে থাকার কথা ছিল। কিন্তু বাধ্যহয়ে আমাদের রাস্তায় নেমে আসতে হয়েছে। ঈদের বোনাস ও ছুটি তো দূরের কথা, বকেয়া বেতনই ঠিকমতো দেয় না।

বিজ্ঞাপন

এ সময় সংগঠনের নেতারা আগামী ১৭ আগস্টের মধ্যে ঈদ বোনাস বেতন ভাতা পরিশোধ, মজুরি বোর্ড গঠন, দোকান প্রতিষ্ঠান আইন বাস্তবায়ন, সাপ্তাহিক দেড় দিন ছুটি, পরিচয় পত্র ও নিয়োগ পত্র প্রদানসহ ৬টি দাবি তুলে ধরেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, দফতর সম্পাদক এম এ গনি, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।

সারাবাংলা/ইএইচটি/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন