বিজ্ঞাপন

আফগানিস্তানে সরকারি বাহিনী-তালেবান সংঘর্ষ, নিহত ৫৩

August 10, 2018 | 5:53 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী গজনিতে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যকার সংঘর্ষে ৫৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৯ জন তালেবান যোদ্ধা ও ১৪ জন সরকারি সৈন্য বলে জানায় আল-জাজিরা। সংঘর্ষে আরও ২০ সৈন্য আহত হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, তালেবান যোদ্ধা সৈন্যদের ওপরে হামলা চালায়। কয়েক ঘণ্টার মধ্যেই তারা শহরের অনেক অংশ দখল করে ফেলে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিশ নিশ্চিত করে বলেন, গজনি এখন সরকারি সৈন্যদের নিয়ন্ত্রিত রয়েছে। তবে তালেবান গজনি প্রদেশের ঠিক কতটুকু এলাকা এখনো নিজেদের দখলে রেখেছে তা নিশ্চিত নয় বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

হামলা মোকাবেলায় আফগানিস্তানের সরকারি বাহিনীকে মার্কিন সামরিক হেলিকাপ্টার ও ড্রোন দিয়ৈ সাহায্য করা হয়েছে।

ঈদুল আযহার কিছুদিন আগে এই সংঘর্ষের ঘটনায় গজনির প্রধান প্রধান সড়ক ও বিপণি বিতান বন্ধ হয়ে গেছে। বেসামরিক লোকদের মনে আতংক বিরাজ করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন,
তালেবানের সঙ্গে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন