বিজ্ঞাপন

শোয়েব মালিকের স্পিন বিষে দিশেহারা খুলনা

November 28, 2017 | 2:35 pm

সারাবাংলা প্রতিবেদক
পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের স্পিন ঘূর্ণিতে এলোমেলো হয়ে অল্প রানের পুঁজি করে অলআউট হয়েছে বিপিএলের এই আসরে টানা চার ম্যাচ জয়ী খুলনা টাইটানস। ধারাবাহিক উইকেট হারিয়ে ৪ বল বাকী থাকতেই ১১১ রানেই ইনিংস শেষ করতে হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মাহমুদুল্লাহর দল।

বিজ্ঞাপন

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ক্রিজে আসে খুলনা। ৮ রানের মাথায় টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে মাহমুদুল্লাহরা। এমতাবস্থায় ব্যাটিংয়ে আসেন অধিনায়ক। বিপর্যয় থেকে খুলনাকে ‍তুলে ধরবার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি।

সাইফুদ্দিনের বলে আউট হয়ে সাজঘরে ১৪ রানের মাথায় সাজঘরে ফিরলে আরও বিপদে পড়ে খুলনা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে কোণঠাসা দলকে কিছুটা আশার আলো দেখিয়েছে আরিফুলের ইনিংস। ২৪ বলে ২৪ রানের দৃঢ় ব্যাটিং উইকেট পতনের ধারা একটু থামিয়ে দেয়। পরে কাইল অ্যাবট ও শফিউলের ১৬ রানের বদৌলতে ১০০ পেরিয়ে যায় টাইটানসরা।

৪ বল বাকী থাকতে অবশ্য ১১১ রানেই গুটিয়ে যায় খুলনা। ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন কুমিল্লার শোয়েব মালিক। অন্যদিকে আল-আমিন ২০ রান দিয়ে নিয়েছেন সমান উইকেট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন