বিজ্ঞাপন

পেসারদের নিয়ে চিন্তিত খালেদ মাহমুদ

December 28, 2017 | 6:08 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

একাডেমি মাঠের বাঁ পাশের উইকেটে দাঁড়িয়ে আছেন খালেদ মাহমুদ সুজন। রনি, রাব্বি, রাহীরা স্পট বোলিং অনুশীলন করছেন, আর সেদিনে শ্যেন দৃষ্টি মাত্রই টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদের। নতুন ভূমিকায় কাজ করাটা উপভোগই করছেন খালেদ মাহমুদ। তবে আজ অনুশীলনের মাঝে প্রচারমাধ্যমের কাছে জানালেন, ফাস্ট বোলারদের সুইং ও অ্যাকুরেসি নিয়েই এখন মূলত কাজ চলছে।

২০১৫ সালে দেশের মাটিতে দারুণ একটা বছর কেটেছিল বাংলাদেশের। ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ জয়ে সামনে থেকে পথ দেখিয়েছিলেন পেসাররাই। কিন্তু গত দেড় দুই বছরে সেই ধারাটা আর ধরে রাখতে পারেননি। এমনকি পেস বান্ধব দক্ষিণ আফ্রিকার উইকেটেও কেউ নিজেদের মেলে ধরতে পারেননি। খালেদ মাহমুদ স্বীকার করে নিলেন, পেসারদের এই ফর্মখরা একটু চিন্তারই, ‘আমরা জানি, ফাস্ট বোলিং গত দেড় দুই বছর ধরে ওভাবে ভালো করছে না। এটা চিন্তার একটা জায়গা। আমরা জানি ফাস্ট বোলাররাই কিন্তু ম্যাচ জেতায়। ওদের সবার অবদানই বেশ গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানরা যতটা উন্নতি করেছে বোলাররা ততটা করতে পারেননি।’

কিন্তু সেটা ঠিক করার জন্য পেসারদের কী করা প্রয়োজন ? মাহমুদ জানাচ্ছেন, ‘আমি আগের কথাই বলি, রুবেলের একটা দারুণ স্পেল ছিল ইংল্যান্ডে। নেই যে তা নয়, তবে কম। আমার কাছে যেটা মনে হয় ফাস্ট বোলিংয়ে আমাদের সুইং ও অ্যাকুরেসি এখনো ওই লেভেলের না। তো আমার কাছে মনে হয় সুইং ও অ্যাকুরেসি নিয়ে আমাদের কাজ করতে হবে। সেটার জন্যই আমরা কাজটা আগেভাগে শুরু করে দিলাম।’

বিজ্ঞাপন

আপাতত বোলারদের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ চলছে। অস্ট্রেলিয়া সিরিজেই টেল এন্ডারদের সঙ্গে খণ্ডকালীন কোচ হিসেবে মার্ক ওনিল টেল এন্ডারদের ব্যাটিং নিয়ে কাজ করেছিলেন। মাঠে অবশ্য তার ফল খুব একটা দেখা যায়নি। মাহমুদ সেটার গুরুত্বও ব্যাখ্যা করলেন, ‘প্রতিটা ফরম্যাটেই আসলে বোলারদের প্রয়োজন হয় ব্যাটিং করার। বিশেষ করে টেল এন্ডারদের জন্য ১০-১৫ রানও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ওদের ব্যাটিং অনুশীলনও কম হয়। সেজন্য ওদের ব্যাটিং নিয়ে কাজ করছিলাম। আর বোলাররা যেহেতু ফার্স্ট ক্লাস খেলে আসছে অনেকেই ওভারলোডেড। ক’দিন পরেই বোলিংয়ের লোড অনেক বেড়ে যাবে। এখন আসলে সেজন্য আলাদা করে কাজ করার চেষ্টা করছি।’

সারাবাংলা/এএম/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন