বিজ্ঞাপন

১০ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু

August 15, 2018 | 11:54 am

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এখন ছয়টি কে-টাইপ ফেরিতে চলছে গাড়ি ও যাত্রী পারাপার।

নাব্যতা সংকটের কারণে এই রুটে ফেরি চলাচল ভীষণভাবে ব্যহত হচ্ছে। মঙ্গলবার (১৪ আগস্ট) রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। পরে বুধবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহা ব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, নৌরুটে নাব্য সংকটের কারণে মঙ্গলবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।  সকাল ৯টার দিকে ৫টি ফেরি চলাচল করছে। ধারণ ক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়ে ফেরিগুলোকে চলতে হচ্ছে।

বিজ্ঞাপন

মাওয়া পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর মো. সিদ্দিকুর রহমান জানান, ঘাট এলাকায় দুই পাড়ে পাঁচ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় অপেক্ষারত গাড়ির সংখ্যা ধীরে ধীরে কমছে।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন