বিজ্ঞাপন

ট্রেনে শিডিউল বিপর্যয় নেই, বাড়ি ফেরাদের মুখে হাসি

August 17, 2018 | 10:28 am

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে অনেকেই ঘরমুখী হচ্ছেন। আগেভাগে যারা কর্মক্ষেত্র থেকে ছুটি পেয়েছেন তারা ধীরে সুস্থে যাচ্ছেন নিজ বাড়িতে।

এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল মিস হতে দেখা যায়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। প্ল্যাটফর্মগুলোতে আগেভাগে ট্রেনের জন্য বসে আছেন অনেক পরিবার।

শুক্রবার (১৭ আগষ্ট) অন্য দিনের মত কমলাপুর রেলস্টেশনে টিকেট কাউন্টারগুলোতে রয়েছে ভীড়। বসার জন্য সিট না পেলেই (স্টান্ড বাই) টিকেট কাটছেন। তবে, যারা কোনো কারণে বাড়ি ফিরতে পারছেন না, তাদেরও লাইনে দাঁড়াতে দেখা গেছে টিকিট ফেরত দেওয়ার জন্য।

বিজ্ঞাপন

রংপুর এক্সপ্রেসের যাত্রী শাহ আলম সারাবাংলা’কে বলেন, সকাল নয়টার সময় ট্রেন ছাড়বে বলে তিনি জানেন। এ নিয়ে কোনো দূর্ভোগ পোহাতে হয়নি তাকে। আগেভাগে বাড়িতে ফিরে কুরবানীর পশু কেনার কাজটি সেরে ফেলতে চান। সেই সঙ্গে কুরবানীর দেওয়ার জন্য সকল প্রস্তুতি নিবেন।

কমলাপুর রেলস্টেশনে টিসি আত্তাফ হোসেন সারাবাংলা’কে বলেন, ঈদের ট্রেনের প্রথম যাত্রায় এখন পর্যন্ত কোন শিডিউল মিস হয়নি, তবে যাত্রী ওঠানামার কারণে কয়েকটি ট্রেনের শিডিউলে একটু দেরি হতে পারে। তবে নির্দিষ্ট যাত্রার ট্রেন সময়মত ছেড়ে যাবে। আজ শুক্রবার মহানগর প্রভাতী সকাল ৭ টা ৪৫ মিনিটে ছেড়ে গেছে। শুক্রবারের শিডিউলের মধ্যে রংপুর এক্সেপ্রেস ৯টায় ছাড়ার কথা থাকলেও ১৫/২০ মিনিট দেরী হতে পারে। এছাড়া সকাল ৯টা ৪৫ মিনিটে অগ্নীবিনা, ১০টায় একতা, ১০টা ৩৫ মিনিটে কিশোরগঞ্জ এক্সপ্রেস, দুপুর ১২টায় জয়ন্তিকা, ১টায় চট্টলা, ২টা ২০ মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেস, ২টা ৪০ মিনিটে সিল্কসিটি, ৩টায় সুবর্ণা এক্সপ্রেস, ৩ টা ৪০ মিনিটে জামালপুর কমিউটার, ৪টা ৪০ মিনিটে যমুনা, বিকেল ৫টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস, ৬টায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস, সন্ধ্যা সাড়ে ৬টায় গোধুলী, ৭টায় চিত্রা, রাত ৮টায় দ্রুতযান, ৮টা ২০ মিনিটে নোয়াখালী এক্সপ্রেস, ৯টায় মহানগর এক্সপ্রেস, ৯টা ২০মিনিটে ভাওয়াল, ১০টা ১০ মিনিটে লালমনি এক্সপ্রেস, সাড়ে ১০টায় চট্টগ্রাম মেইল, ১১টা ১০ মিনিটে পদ্মা এক্সপ্রেস, সাড়ে ১১টায় তূর্না এক্সপ্রেস এবং ১১টা ৫০ মিনিটে হাওর এক্সপ্রেস ছেড়ে যাবে।

বিজ্ঞাপন

ঈদের টিকেটে প্রথম যাত্রায় ঘরে ফেরা মানুষের মুখে ফুটে উঠেছে আনন্দের ছাপ। শিডিউল মিস হয়ে ট্রেন ছাড়তে কিছুটা দেরি হলেও, এতে তাদের অভ্যাস আছে বলে জানান অনেকে।

সারাবাংলা/এআই/এএস/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন