বিজ্ঞাপন

সংক্রামক রোগ ছড়িয়ে পড়লে এলাকা বিচ্ছিন্ন, স্থাপনা ধ্বংস করা যাবে

August 20, 2018 | 3:57 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: কোনো এলাকায় সংক্রামক রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়লে ওই এলাকায় জনচলাচলে নিষেধাজ্ঞা আরোপ, অন্য এলাকা থেকে ওই এলাকা বিচ্ছিন্ন এমনকি ঝুঁকিপূর্ণ স্থাপনা ধ্বংস করার বিধান সংক্রান্ত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৮’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

আইনের ১০ নম্বর ধারায় বলা হয়েছে, নির্দিষ্ট এলাকা বিচ্ছিন্ন কিংবা স্থাপনা ধ্বংসের জন্য সিভিল সার্জনের অনুমতি লাগবে।

বিজ্ঞাপন

আইনে ২৩ ধরনের রোগকে সংক্রামক রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এছাড়া আইনে বলা আছে, কোনো ব্যক্তি ইচ্ছা করে সংক্রামক রোগ ছড়ালে তার সাজা সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড।

কোনো ব্যক্তি দায়িত্ব পালনে বাধা দিলে তাকে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ওই আইনে আরও বলা হয়েছে, সংক্রামক রোগ বিষয়ে মিথ্যা তথ্য দিলে তার সাজা দুই মাসের জেল, ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড।’

সারাবাংলা/এএইচএইচ/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন