বিজ্ঞাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিভিন্ন জেলায় পালিত হচ্ছে ঈদুল আজহা

August 21, 2018 | 12:36 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী বাংলাদেশে আগামীকাল বুধবার (২২ আগস্ট) ঈদুল আজহা পালন করা হলেও তারা আজ মঙ্গলবার (২১ আগস্ট) সকালেই জামাতে পড়েছেন ঈদের নামাজ, পালন করছেন ঈদ।

বিভিন্ন জেলা থেকে সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো সংবাদ—

চট্টগ্রাম

বিজ্ঞাপন

চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অন্তত ৩০ গ্রামে আজ মঙ্গলবার উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। এদিন সকালে এসব গ্রামের মানুষ ঈদ নামাজের জামাতে অংশ নেন। নামাজ শেষে পশুও কোরবানি দিচ্ছেন তারা।

জেলার সাতকানিয়া,পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বোয়ালখালী, বাঁশখালী ও লোহাগাড়ার এসব গ্রামের অধিবাসীরা চট্টগ্রামের সাতকানিয়ার মীর্জাখীল সিলসিলিয়া আলীয়া জাহাঙ্গীর পীর দরবারের অনুসারী।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় হযরত শাহ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকা’র অনুসারীরা ঈদ উদযাপন করেন। প্রতিবছরের মতো এবারও ঈদের জামাতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে আসা মুসল্লিরা অংশ নেন।

বিজ্ঞাপন

ঈদের জামাতের ইমামের দায়িত্ব পালন করেন হযরত শাহ সুফী মমতাজিয়া মাদ্রাসার মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ। ঈদ জামাত শেষে পশুও কোরবানি করেন মুসল্লিরা।

লক্ষ্মীপুর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার ঈদুল আজহা পালিত হচ্ছে লক্ষ্মীপুরের ১০টি গ্রামে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১০টি গ্রামের শত শত ধর্মপ্রাণ মানুষ এই ঈদ পালন করছেন।

সকাল ৭টায় খানকায়ে মাদানিয়া কাসেমিয়া রামগঞ্জ উপজেলা শাখার ঈদগাহ ময়দানে ঈদ নামাজের জামাত অনুষ্ঠিত হয়। জামাতের ইমাম ছিলেন মাওলানা মো. মনিরুল ইসলাম মজুমদার। এসব গ্রামের সহস্রাধিক মুসল্লিও নিজ নিজ গ্রামের ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন।এরপর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানির পশু কোরবানি করেন তারা।

মাওলানা ইসহাক (রা.)-এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ গত ৩৮ বছর ধরে মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

শরীয়তপুর

শরীয়তপুরের ২০ গ্রামের সুরেশ্বর দরবার শরিফের ভক্ত ও মুরিদরা আজ মঙ্গলবার ঈদুল আজহা উদযাপন করছেন। সুরেশ্বর দরবার শরিফের পীর জানশরীফ মাওলানার আমল থেকে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন।

মঙ্গলবার সকাল ১১টায় জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের মাঠে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানিও দেন।

দিনাজপুর: সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের সদর, কাহারোল, চিরিরবন্দর এবং বিরল উপজেলায় আলাদা আলাদা ভাবে ঈদুল আজহার নামাজ আদায় করেছে অনুসারীরা। আলাদা জামাতে নামাজে অংশ নেন দুই হাজার পরিবারের সদস্যরা। পরে পশু কোরবানি দেন তারা।

মঙ্গলবার (২১ আগস্ট) সকাল ৮টায় দিনাজপুর শহরের পার্টি (কমিউনিটি) সেন্টারে অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন, সাইফুল ইসলাম। এতে নামাজ আদায় করেন দুই শতাধিক অনুসারী।

মাদারীপুর: সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে হযরত সুরেশ্বরী এর ভক্ত অনুসারীগন মাদারীপুরের ৫০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ আজ ঈদ উল আজহা উদযাপন করছেন। মঙ্গলবার মাদারীপুর সদর উপজেলার পাঁচ খোলা ইউনিয়নের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা,বাহেরচর, কাতলা, তাল্লুক, কুনিয়া ইউনিয়নের দৌলতপুর, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর, কয়ারিয়াসহ অর্ধ শতাধিক গ্রামের প্রায় ৪০ হাজার লোক আজ পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছেন।

চাঁদপুর: সৌদি আরবের সাথে মিলরেখে চাঁদপুরে ৪০টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মঙ্গলবার (২১ আগস্ট) সকাল পৌনে ১০টায় হাজীগঞ্জ সাদ্রা মাদ্রাসা ঈদগাহ মাঠে প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আরিফ চৌধুরী সাদ্রাভী। পরে তারা পশু কোরবানির মাধ্যমে ঈদের আনুষ্ঠানিকতা শেষ করেন।

পটুয়াখালী: সৌদি আরবের সাথে সংগতি রেখে পটুয়াখালীর ২৫ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ ঈদুল আজহা পালন করছেন। এ উপলক্ষে মঙ্গলবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বদরপুর দরবার শরীফসহ কলাপাড়া.গলাচিপা এবং বাউফল উপজেলার ২৫টি গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

জেলার ২৫ গ্রামের মধ্যে রয়েছে গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিন দেবপুর।

আরও পড়ুন-

সৌদি বাদশা ও যুবরাজের ঈদ শুভেচ্ছা

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন