বিজ্ঞাপন

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

August 21, 2018 | 9:20 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।। 
ঢাকা: রাত পোহালেই কোরবানির ঈদ। ঈদের দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২১ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়াবিদ আবদুর রহমান সারাবাংলাকে জানান,  বাংলাদেশের উপরে যে লঘু চাপটা ছিল তার প্রভাব বেশ কমে গেছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বুধবার থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে,  ঢাকায় বুধবার সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুরে বৃষ্টিপাত তুলনামূলক বেশি হতে পারে।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিন আকাশ মেঘলা থাকবে। এছাড়া বাতাসের আর্দ্রতাও থাকবে বেশি। ফলে স্বাভাবিকের চেয়ে এ দিন গরম বেশি অনুভূত হবে।
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
সারাবাংলা/এমএ/জেডএফ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন