বিজ্ঞাপন

আবারো অসম বিনিময়

December 30, 2017 | 11:02 am

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

বিজ্ঞাপন

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশে এসেছে কলকাতার ছবি ‘জিও পাগলা’। বিপরীতে কলকাতায় মুক্তি পাচ্ছে বাংলাদেশি সিনেমা ‘পুড়ে যায় মন’। চলচ্চিত্র দুটোর বিনিময়ে মাধ্যম হয়ে কাজ করছে খান এন্টারপ্রাইজ।

সুরিন্দার ফিল্মসের প্রযোজনা ও রবি কিনাগির পরিচালনায় ‘জিও পাগলা’ নামে চলচ্চিত্রটি ইতিমধ্যে সেন্সরবোর্ডে জমা পড়েছে বলে জানান সেন্সর বোর্ডের সচিব মুন্সী জালাল উদ্দিন। সারাবাংলাকে তিনি বলেন, ‘সিনেমাটি আজ দেখা হচ্ছে। এই সপ্তাহেই ছবিটি সার্টিফিকেট পেয়ে যাবে। তবে অবজার্ভেশন থাকলে কয়েকদিন দেরি হতে পারে।’

‘জিও পাগলা’ ছবিটি চলতি বছরেই কলকাতায় মুক্তি পায়। এতে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, হিরণ চ্যাটার্জি, বনি সেনগুপ্ত, শ্রাবন্তী, পায়েল সরকার। এই ছবিরি বিপরীতে কলকাতায় পাঠানো হয়েছে যুগল পরিচালক অপূর্ব-রানা পরিচালিত সিনেমা ‘পুড়ে যায় মন’। এই ছবিতে সায়মন ও পরীমনি অভিনয় করেছেন।

বিজ্ঞাপন

তবে এই বিনিময় ‍নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এফডিসি কেন্দ্রিক বেশ কয়েকজন পরিচালক। তারা এটিকে ‘অসম বিনিময়’ বলছেন! নামপ্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, ‘অসম বিনিময়ে দেশের সিনেমার ভাবমূর্তি নষ্ট হয়। কলকাতা থেকে যে সিনেমাটি বাংলাদেশে আসে তার বিপরীতে আমাদের দেশ থেকে একটি দুর্বল সিনেমা পাঠানো হয়। এতে করে সে দেশের দর্শকদের কাছে আমাদের সিনেমা সম্পর্কে বাজে ধারণা তৈরি হয়। এটি আমাদের সিনেমার বাজার নষ্টেরও অন্যতম কারণ।’

তিনি আরো বলেন, ‘এই চলচ্চিত্র বিনিময় প্রক্রিয়াটি নিয়েই প্রশ্ন আছে। কারণ আগে দুই পক্ষের মান ও ব্যবসায়িক স্বার্থ দেখা দরকার। তারপর বিনিময়। না হলে আমাদেরকে আরো পিছিয়ে পড়তে হবে।’

সারাবাংলা/টিএস /পিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন