বিজ্ঞাপন

থার্টি ফার্স্টের নিরাপত্তায় থাকছে সোয়াট

December 30, 2017 | 1:31 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: আজ (শনিবার) ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের (ডিএম‌পি) ক‌মিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, নতুন বছরের প্রথম প্রহর (থার্টি ফার্স্ট) উদযাপনের নিরাপত্তায় এবার পুলিশের বিশেষায়িত স্পেশাল ওয়েপন অ্যান্ড ট্যাকটিক্স (সোয়াট)।
শনিবার দুপুরে রাজধানীর মি‌ন্টো রো‌ডে ডিএম‌পি মি‌ডিয়া সেন্টা‌রে এক সংবাদ স‌ম্মেল‌নে এ সব তথ্য জানান তি‌নি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, থা‌র্টি ফাস্ট নি‌য়ে সু‌নি‌র্দিষ্ট কোন হুম‌কি নেই। তবু কাউন্টার টে‌রো‌রিজমসহ গো‌য়েন্দা সংস্থার সদস্যরা তৎপর র‌য়ে‌ছে। আমরা তথ্য সংগ্রহ কর‌ছি। বৈষয়িক অবস্থা বি‌বেচনা ক‌রে প্রতিরোধ মূলক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে।

‌নিরাপত্তা ব্যবস্থার বর্ণনা দিয়ে তিনি জানান, সোয়াটের সঙ্গে ডগ স্কোয়াড ও বোম্ব ডিস‌পোজাল ইউনিটও প্রস্তুত রাখা হ‌বে। যেসব স্থানে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে সেখানে ডগ স্কোয়াড দিয়ে আগেই সুইপিং করা হবে।

মাদক নিয়ন্ত্রণের বিষয়ে আছাদুজ্জামান মিয়া ব‌লেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ মাদক নিয়ন্ত্রণে সব সময়ে তৎপর। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থে‌কে ১ জানুয়া‌রি ভোর পর্যন্ত সকল ধরনের বার বন্ধ থাক‌বে। ৩১ ডি‌সেম্বর রাত ৮টার পর থে‌কে কেউ কোনো ধর‌নের আগ্নেয়াস্ত্র বহন কর‌তে পার‌বে না। অনেকে মাদক সেবন ক‌রে রাস্তায় গা‌ড়ি নি‌য়ে নগরবাসী‌দের ভয়ভীতি দেখায় এবং অনেকে রাস্তার ম‌ধ্যে উচ্ছৃঙ্খল নৃত্য ক‌রে।

বিজ্ঞাপন

তিনি জানান, পু‌লিশ এ‌ ধর‌নের কর্মকা‌ণ্ডের বিরু‌দ্ধে তৎপর থাক‌বে। তাই সকল‌কে এ ধর‌নের কাজ না করার অনু‌রোধ রইল।

সারাবাংলা/এসআর/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন