বিজ্ঞাপন

ছুটি শেষে সরকারি অফিস খুলেছে

August 26, 2018 | 2:39 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: ঈদুল আজহার ছুটি শেষে রোববার (২৬ আগস্ট) সরকারি অফিস খুলেছে । এবার ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মোট পাঁচ দিন ঈদের ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা।

২২ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।

রোববার সকাল থেকে সচিবালয়ে কর্মব্যস্ততা লক্ষ করা গেছে। সরকারি হিসাব মতে ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন ৪৫ শতাংশ কর্মচারী।

বিজ্ঞাপন

অফিস খোলার প্রথম দিনে সরকারি কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেছেন। পাশাপাশি ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার কোনো কোনো মন্ত্রণালয়ে অভ্যন্তরীণ সভাও হয়েছে। এছাড়া অফিসে এসে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী গণমাধ্যমে কথাও বলেছেন।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রেল, সড়ক ও নৌপথে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অসংখ্য মানুষ। এখনও ফিরছেন অনেকে। চিরচেনা যানজটের রাজধানী শহর ঢাকা এখনো ভিন্নরূপে।

বিজ্ঞাপন

কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং রাজধানীর বাস টার্মিনালগুলোতে লক্ষ করা গেছে রাজধানীতে ফেরা যাত্রীদের ভিড়।

সারাবাংলা/এএইচএ/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন