বিজ্ঞাপন

রিলিজিয়াস ট্যুরিজম বিকাশে ভারতকে পাশে চায় বাংলাদেশ

August 26, 2018 | 8:41 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বাংলাদেশের রিলিজিয়াস ট্যুরিজম বিকাশে ভারতকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ. কে. এম শাহজাহান কামাল।

রোববার (২৬ আগস্ট) নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাতকালে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটনখাতের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

শাহজাহান কামাল বলেন, উপমহাদেশে পর্যটনের বিকাশে রিলিজিয়াস ট্যুরিজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে ছোট বড় প্রায় ৫শ’ বৌদ্ধ স্থাপনা রয়েছে। বৌদ্ধ ধর্মের অন্যতম দীক্ষাগুরু অতীশ দীপংকরের জন্মস্থানও বাংলাদেশ।

ভারতের নয়াদিল্লিতে চলছে ষষ্ঠ আন্তর্জাতিক বুদ্ধিস্ট সম্মেলন। তাতে অংশ নিতে মন্ত্রী এবং বাংলাদেশের একটি প্রতিনিধি দল সেখানে অবস্থান করছেন। গত ২৩ আগস্ট শুরু হওয়া এই সম্মেলন ২৬ আগস্ট শেষ হবে।

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন