বিজ্ঞাপন

তারপর বৃষ্টি নামে

August 27, 2018 | 10:17 am

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

বিজ্ঞাপন

ঢাকা: মৌসুমী ভৌমিকের সেই গানটা শুনেছেন, তারপর বৃষ্টি নামে? কী অদ্ভুত সব কথা সেখানে, এমনি কোনো অলীক টানে জানতে পারে আকাশ মাটি….

আজকের আকাশের অবস্থা বলছে হয়তো কোনো অলীক টানে আমাদের মনের কথা জানতে পারবে আকাশ-মাটি। তারপর হয়তো নামবে বৃষ্টি। আসলে লঘু চাপ আর মৌসুমী বায়ু তো একদম পয়েন্ট মতো আছে এখন সময় মতো বৃষ্টিটা নামলেই হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বেলা ১০টা নাগাদ বৃষ্টি নেমেই যাবে। নামলে তো কথাই নেই, না নামলে একটু কষ্ট হবে। তবে ঝড় বৃষ্টি যাই হোক গরম সারাদিন প্রায় একই থাকবে।

বিজ্ঞাপন

শুধু বৃষ্টি হলে দিন যেমনই কাটুক শরতের নীল আকাশের দিকে তাকিয়ে সুন্দর মতো পার করে দেওয়া যাবে।

শুভ যাক দিনটি।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন