বিজ্ঞাপন

চট্টগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু

August 30, 2018 | 11:11 am

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মারা গেছেন। এসময় তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় রাহাত কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পুলিশ বাসচালক মো. ইয়াছিনকে আটক করেছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

বিজ্ঞাপন

ওসি সারাবাংলাকে জানান, চট্টগ্রাম বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসটি আনোয়ারার দিকে যাচ্ছিল। রাহাত্তারপুল এলাকায় পৌঁছলে বাসটি উল্টোদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। দুর্ঘটনার পর গুরুতর আহত পাঁচ অটোরিকশা যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। নিহত আরেকজন হলেন মো. জামাল (৪০)।

আটক বাসচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন ওসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসএমএন

 

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন