বিজ্ঞাপন

ছাত্রলীগকে শেখ হাসিনা: ‘আমার বয়স হয়েছে, ভবিষ্যৎ তোমরাই’

August 31, 2018 | 7:23 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: জাতির পিতার আদর্শের পতাকা সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের অলিখিত অভিভাবক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি নিজেকে আদর্শের নেতা হিসেবে গড়তে পারো তাহলে করতে পারবে। আর যদি সম্পদের লোভে গা ভাসিয়ে দাও, তাহলে হারিয়ে যাবে। বহু ছাত্রনেতারা লোভে পড়েছিল বলে তারা আর কিছু দিয়ে যেতে পারেনি। যারা আদর্শ ধরে আছে, তারাই দেশকে দিতে পেরেছে।’

‘এখন তো আমার বয়স হয়ে গেছে। কাজেই তোমরাই হবে ভবিষ্যৎ, তোমরাই নেতৃত্ব দেবে’, বলেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ আগস্ট) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এখন তো আমার বয়স হয়ে গেছে। কাজেই তোমরাই হবে ভবিষ্যৎ। তোমরাই নেতৃত্ব দেবে। তোমাদেরকেই এই আদর্শের পতাকা সমুন্নত রেখে প্রগতির পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বহু ছাত্রনেতা চলে গেছে। কেউ বিএনপিতে, কেউ এখানে-সেখানে। তারা লোভে পড়েছিল, চলে গেছে। কিন্তু তারা আর কিছু দিয়ে যেতে পারেনি। যারা আদর্শ ধরে আছে, তারাই দেশকে দিতে পেরেছে।’

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু পাওয়ার মধ্য দিয়েই কিন্তু তৃপ্তি আসে না। কারণ পেতে থাকলে পাওয়ার আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না। মানুষের জন্য কতটুকু দিতে পারলাম, মানুষের জন্য কতটুকু করতে পারলাম, মানুষকে কি দিতে পারলাম রাজনৈতিক নেতা হিসেবে সেই চিন্তাটাই থাকতে হবে। জাতির পিতার সেই আদর্শ নিয়েই রাজনীতি করতে হবে। কারণ ছাত্রলীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও অধিকার অর্জনের প্রত্যেকটি আন্দোলনে যদি শহীদের তালিকা দেখি সেখানে ছাত্রলীগের শহীদের সংখ্যাটাই সব থেকে বেশি হবে।’

বিজ্ঞাপন

ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘লেখাপড়া শিখতে হবে। সব থেকে বড় সম্পদ শিক্ষা, ধন-সম্পদ চিরদিন থাকে না। অনেকে অনেক সম্পদ বানিয়ে খুব গর্ব করে কিন্তু চিরদিন তা ধরে রাখতে পারে না। কিন্তু শিক্ষা এমন একটা সম্পদ; যে সম্পদ কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না। জাতির পিতার আদর্শের পথ অনুসরণ করেই বাংলাদেশকে আমরা উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে পেরেছি। জাতির পিতার সেই আদর্শ মেনে চলেছি বলেই সেটা করা সম্ভব হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যে মহীয়সী নারী জীবন দিয়ে গেছেন, তিনি আমার মা। আর আমার বাবা, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই সারাজীবন সংগ্রাম করে গেছেন। তারা জীবন দিয়ে গেছেন। কিন্তু তার আদর্শের তো মৃত্যু নাই, সেই আদর্শ নিয়েই আমরা চলছি। সে আদর্শ নিয়েই এই দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।

আরও পড়ুন: দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সারাবাংলা/এনআর/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন