বিজ্ঞাপন

হঠাৎ বাড়ল পুলিশের উপস্থিতি

September 1, 2018 | 2:53 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতেই এ সতর্কতা বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (১ সেপ্টেম্বর) দুপুর ২ টা থেকে হঠাৎ করেই রাজধানীর পল্টন এলাকার মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে নয়া পল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করলেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাউকে দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে পুলিশ সদস্যদের উপস্থিতি।

দুপুর ২ টার দিকে নয়া পল্টন ও পুরানা পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, বিজয় নগর মোড়, পল্টন টাওয়ার, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড়, পলওয়েল মার্কেটের আশপাশের এলাকা, কাকরাইল মোড় ও শান্তিনগর এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। সেইসঙ্গে চোখে পড়েছে গোয়েন্দা পুলিশের সদস্যদেরও।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, বিশৃঙ্খলা এড়াতেই পুলিশ মাঠে রয়েছে। সমাবেশকে ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে তা প্রতিহত করবে পুলিশ। বিকেল ৫ টার মধ্যেই সমাবেশ শেষ করে শান্তিপূর্ণভাবে চলে যেতে হবে বিএনপির নেতা-কর্মীদের। সমাবেশ এলাকায় প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/ইউজে/এমএইচ

আরও পড়ুন : নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন