বিজ্ঞাপন

ষষ্ঠ হয়েই এশিয়াড শেষ বাংলাদেশের

September 1, 2018 | 3:30 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

এবারের এশিয়ান গেমসে বাছাইপর্ব খেলেই এশিয়ান গেমসের টিকিট কাটতে হয়েছিল বাংলাদেশকে। ইন্দোনিশয়ায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আসরে এশিয়ার সেরা ছয়ে ঢুকে পড়ায় সরাসরি আগামী এশিয়াড খেলা নিশ্চিত বাংলাদেশের। পঞ্চম-ষষ্ঠ নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। কোরিয়ানদের বিপক্ষে ৭-০ গোলে হেরে ষষ্ঠ হয়েই দেশে ফিরতে হচ্ছে লাল-সবুজদের।

টানা চার এশিয়াড খেলা মামুনুর রহমান চয়নের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল আজ। দীর্ঘ এক যুগ বাংলাদেশের হকি অঙ্গনে দাপট দেখিয়ে খেলেছেন চয়ন। দ. কোরিয়ার বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো চয়নের আন্তর্জাতিক ক্যারিয়ার।

সেরা ছয়ে থাকায় সামনের আসরে বাছাইপর্বের ঝামেলায় পড়তে হচ্ছে না শিটুল-আশরাফুলদের। আগেই সেরা ছয় নিশ্চিত করে ফেলে গোপিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা। প্রথম দুই ম্যাচে ওমান ও কাজাখস্তানকে উড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচে হেরে ফের ঘুরে দাঁড়ায় লাল-সবুজ জার্সিধারীরা। ওমানকে ২-১ গোলে আর কাজাখস্তানকে ৬-১ ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশ। আর নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হারে ৭-০ গোলের বিশাল ব্যবধানে। এরপর নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে থাইল্যান্ডকে হারিয়ে দেয় ৩-১ ব্যবধানে। নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। লড়াই করলেও ফিনিশিংয়ের অভাবে পাকিস্তানের বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

পঞ্চম-ষষ্ঠ নির্ধারণী ম্যাচে দ. কোরিয়ার বিপক্ষে শুরু থেকেই লড়াইয়ের মানসিকতা দেখালেও পেরে ওঠেনি বাংলাদেশ। ম্যাচের নবম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। কোরিয়ার হয়ে প্রথম গোলটি করেন কিম জুনঘো। প্রথম পর্বের ১৪ মিনিটের মাথায় কোরিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন সিও ইনয়ো। ২-০তে পিছিয়ে থেকে দ্বিতীয় পর্বের ২৬ মিনিটের শুরুতেই ৩-০ গোলে ব্যাকফুটে চলে যায় আশরাফুলরা। কোরিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন জিয়ং জুনয়ো।

২৭ মিনিটের মাথায় বাংলাদেশের নাগালের বাইরে চলে যায় ম্যাচটি। কোরিয়ার হয়ে চতুর্থ গোলটি করেন জ্যাং জংহুয়ান। তৃতীয় পর্বের ৩৩তম মিনিটে কোরিয়ার পঞ্চম গোলটি করেন জ্যাং মানজে। ৪৩ মিনিটের মাথায় কোরিয়ানরা জ্যাং জংহুয়ানের দ্বিতীয় গোলে ৬-০ গোলের লিড নেয়। তৃতীয় পর্বে আর কোনো গোল হজম করেনি জিমি-চয়ন-খিসারা। চতুর্থ পর্বের ৫৭ মিনিটের মাথায় লি জ্যাঙজুনের গোলে বাংলাদেশ পিছিয়ে পড়ে ৭-০ ব্যবধানে। বাকি সময়ে এই ব্যবধান কমানো সম্ভব হয়নি বাংলাদেশের।

কৃষ্ণমূর্তির শিষ্যরা এশিয়ান গেমসের প্রস্তুতিটা নিয়েছিল ভারত ও দক্ষিণ কোরিয়ায়। ভারতে হারতে হয়েছিল সব ম্যাচ। দক্ষিণ কোরিয়া সফরে পাঁচ ম্যাচে হেরেছিল চারটিতে। বাকি ম্যাচটিতে ড্র করেছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন