বিজ্ঞাপন

ভারত ও শ্রীলঙ্কায় প্রশিক্ষণ নিতে গেল নৌবাহিনীর যুদ্ধজাহাজ

September 1, 2018 | 7:36 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: ভারত ও শ্রীলঙ্কায় ২০ দিনের প্রশিক্ষণে অংশ নিতে চট্টগ্রাম ছেড়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’।

শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে যুদ্ধজাহাজটি চট্টগ্রাম নৌ জেটি ছেড়ে গেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগপরিদপ্তর (আইএসপিআর)।

চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাহাজটি ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিশাখাপত্তম বন্দরে অবস্থার করবে।

এরপর ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বো বন্দরে প্রশিক্ষণ নেওয়ার জন্য অবস্থান করবে।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মনিরুজ্জামানের নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৭৮ জন নৌসদস্য এই সফরে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

যুদ্ধজাহাজটি প্রশিক্ষণ শেষে ২১ সেপ্টেম্বর তারিখে দেশে ফিরবে।

সারাবাংলা/আরডি/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন